সিএন নিউজ২৪.কম।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে পদত্যাগ করলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া। বুধবার (৩ এপ্রিল) বিকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর কাছে দলের সব ধরনের পদ থেকে অব্যাহতি চেয়ে পত্র দেন তিনি।
মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সহ সভাপতি ও নাঙ্গলকোট উপজেলা বিএনপির আহ্বায়ক ছিলেন। তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১০ আসনের মনোনয়নপ্রত্যাশী ছিলেন।
তবে শেষ পর্যন্ত ওই আসনের মনোনয়ন পান মো. মনিরুল হক চৌধুরী। পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে মোবাশ্বের আলম ভূঁইয়া বলেন, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বরাবর দলের সব ধরনের পদ থেকে অব্যাহতি চেয়ে পত্র জমা দিয়েছি। শারীরিক ও মানসিকভাবে অসুস্থতার কারণে দলের পদ থেকে অব্যাহতি চেয়েছি।
তিনি বলেন, আমি অন্য কোনও দলে যাবো না। বিএনপি করেছি, আগামীতেও থাকবো। তবে কোন পদ-পদবিতে থাকবো না।
মনোনয়ন না পাওয়ার হতাশা থেকে পদত্যাগ করছেন কিনা- এ প্রশ্নের জবাবে মোবাশ্বের বলেন, আমি নির্বাচনের আগে জেলে ছিলাম। তখন আমাকে মনোনয়ন না দিয়ে আরেকজনকে দেওয়া হয়েছে। এর বাইরে আর কিছু না।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে

৫ মন্তব্য
Pingback: Buy glock 43x usa
Pingback: travelers choice
Pingback: เน็ตบ้าน ais
Pingback: go to the website
Pingback: แทงหวยออนไลน์