এমডি শাহিন মজুমদার, নিজস্ব প্রতিবেদকঃ
গোপন ব্যালটের মাধ্যমে আল জুবাইল প্রাদেশিক বিএনপি সৌদি আরব এর কার্যকরী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে গত ২২ জুন শনিবার আল জুবাইল প্রাদেশিক বিএনপি সৌদি আরব এর কার্যকরী কমিটির নির্বাচন-২০১৯-২০গোপন ব্যালটের মাধ্যমে অনুষ্টিত হয়।
এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন আব্দুল আজিজ, নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন তরুণ রাজনীতিবিদ লেখক ও কলামিস্ট শোয়াইব বিন আহমেদ সোহেল ও নির্বাচন কমিশনের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন হেলাল উদ্দিন ভূঁইয়া, নির্বাচনে পর্যবেক্ষক ছিলেন- বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবিদ শামসুল ইসলাম শামন।
সভাপতি, সাধারন সম্পাদক, সিনিয়র সহ সভাপতি, সিনিয়র যুগ্ম সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক ৫ টি পদের জন্য মোট প্রার্থী ছিলেন ১০ জন। সভাপতি প্রার্থীর পক্ষে পোলিং এজেন্ট হিসেবে উপস্থিত ছিলেন জান্নাত হোসেন ও মোঃ আনোয়ার সাহাদাৎ, সাধারন সম্পাদক প্রার্থীর পক্ষে পোলিং এজেন্ট হিসেবে উপস্থিত ছিলেন আব্দুস সালাম ও আতিক আহমেদ দানা, সিনিয়র সহ সভাপতির প্রার্থীর পক্ষে পোলিং এজেন্ট হিসেবে উপস্থিত ছিলেন আবুল হোসেন ও মোতালেব ভূঁইয়া, সিনিয়র যুগ্ম সম্পাদক প্রার্থীর পক্ষে পোলিং এজেন্ট হিসেবে উপস্থিত ছিলেন ফায়েক মাতুব্বর ও আবুল কাসেম, এবং সাংগঠনিক সম্পাদকে প্রার্থীর পক্ষে পোলিং এজেন্ট হিসেবে উপস্থিত ছিলেন রিয়াজ উদ্দিন ও কামাল উদ্দিন।
আল জুবাইলস্থ হোটেল মদিনায় অস্থায়ী ভোট কেন্দ্রে স্থাপন করে গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ শুরু হয় দুপুর ১ টায় এবং শেষ হয় দুপুর ৩ টায়। নির্ধারিত সময়ের মধ্যে আহ্বায়ক কমিটির সদস্য বৃন্দ ভোটাধিকার প্রয়োগ করেন।
বিধিমালার ধারা-৭ মোতাবেক ভোট গ্রহণ শেষ হওয়ার সাথে সাথে নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মনোনীত পোলিং এজেন্টদের উপস্থিতিতে ভোট গণনা ও ফলাফল প্রকাশ করা হয়।
চূড়ান্ত ফলাফল অনুযায়ী-
এস এম শফিউল আলম শফি-সভাপতি, জালাল উদ্দিন মোল্লা-সিনিয়র সহ সভাপতি, হেলাল উদ্দিন ভূঁইয়া -সাধারন সম্পাদক, সুমন খান রাসেল- সিনিয়র যুগ্ম সম্পাদক ও জালাল মজুমদার- সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হন।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
