মুহিব্বুল্লাহ আল হুসাইনী:
পূর্ণ হলো বিজয়ের ৪৮ বছর। ৭১ সালের রক্ষক্ষয়ী স্বাধীনতা যুদ্ধে বিজয়ের যে মহৎ ইচ্ছে জন্ম নিয়েছিলো প্রতিটি বাঙালির প্রাণে, তা আজ কতটুকু পূরণ হলো? চোখের পাতা বন্ধ করলে ভাসে কত প্রতিচ্ছবি! ক্ষুধা ও দারিদ্র মুক্ত দেশ গড়ার স্বপ্ন দেখেছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। অথচ যেখানে বর্তমান বিশ্বে খাদ্যশক্তি গ্রহণের গড় ২.৯৪০ কিলোক্যালরি। সেখানে বাংলাদেশে তা ২,৫১৪ কিলোক্যালরি। এমনকি গত বছরের তুলনায় এই বছরে বাংলাদেশে অপুষ্টিতে ভোগা মানুষ বেড়েছে ৪ লাখেরও বেশি। (দৈনিক প্রথম আলো, ৪নভেম্বর, ২০১৯)
বাকস্বাধীনতা আজ কতটুকু প্রতিষ্ঠিত হচ্ছে? যেখানে জাতির বিবেক সাংবাদিকরা আজ অপমানিত- নির্যাতিত হচ্ছে সন্ত্রাসীদের কবলে! মুক্তকলম চর্চা করতে গিয়ে প্রাণ যায় কোন ব্লগারের। বিনাবিচারে প্রকাশ্য পিটিয়ে হত্যা করা হচ্ছে দেশের কোন নাগরিককে। বাহিরের পরিবেশ ছেড়ে বাসায় এসেও যেখানে অনিরাপত্তা ভোগে প্রাণ দিতে হয় সাগর-রুনি দম্পতিকে। দেশের সবচেয়ে নিরাপদ স্থান সেনানিবাসে ধর্ষণ শেষে হত্যা করা হয় বোন সোহাগী জাহান তনুকে। নির্যাতন শেষে হত্যা করা হচ্ছে ফেনীর নুসরাত জাহান রাফিকে। গত কিছুদিন আগেও বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রী রুম্পাকে ধর্ষণ শেষে হত্যার অভিযোগ ওঠেছে। সড়কে অবলিলায় প্রাণ যাচ্ছে কত পথচারীর। নেই কোন প্রাণের নিরাপত্তা!
ভীষণ কষ্ট লাগে এসব দেখলে। তবুও আশা জাগে এই প্রাণে। দেশ উন্নয়নের দিকে এগিয়ে চলছে। সমুদ্র ও আকাশজয় করছে বাংলাদেশ। এভারেস্টের চূড়া জয় করছে এদেশের তরুণ-তরুণীরা। বিশ্বব্যাপী কোরআন তিলাওয়াত প্রতিযোগিতায় প্রথম স্থান দখল করছে এদেশের ক্ষুদে শিশু-কিশোররা। সব দিকের উন্নয়ন আমাদের প্রত্যাশা। তবে প্রাণের প্রশান্তি ও মনের মুক্তি এবং বাকস্বাধীনতা প্রত্যয়ে শুভ হোক ৪৯ এর পথচলা।
লেখক, প্রধান সহ-সম্পাদক
সিএন নিউজ টোয়েন্টিফোর।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৩ মন্তব্য
Pingback: Pin Up indir Android
Pingback: monix bet
Pingback: อาหารเสริม