অনলাইন ডেস্কঃ
বিভেদ নয়, উন্নয়ন ও বিশ্বশান্তি প্রতিষ্ঠায় পারস্পরিক ঐক্যের ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, অবকাঠামো, অবাধ বাণিজ্য ও ব্যাপক বিনিয়োগের মাধ্যমেই এশিয়ার চেহারা পাল্টে দেয়া সম্ভব।
বৃহস্পতিবার (৩০ মে) জাপানের টোকিওতে স্থানীয় সময় সকালে ২৫তম ফিউচার অব এশিয়া কনফারেন্সে এ কথা বলেন তিনি।
এসময় শুধু মানবিক কারণেই নয়, সহিংস পরিস্থিতি এড়াতে এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতেই বাংলাদেশ রোহিঙ্গা জনগোষ্ঠীর বোঝা টানছে বলেও উল্লেখ করেন শেখ হাসিনা।
দেশে দেশে বাজছে যুদ্ধের দামামা। সন্ত্রাস-জঙ্গিবাদের বিস্তার ঘটেছে বিশ্বব্যাপী। মানবসৃষ্ট এসব বিপর্যয়ের পাশাপাশি জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা; সব মিলে বৈশ্বিক উষ্ণায়নসহ নানা ঝুঁকিতে রয়েছে এশিয়ার দেশগুলো।
এমন প্রেক্ষাপটে এশিয়ার দেশগুলো নিয়ে জাপানের টোকিওতে অনুষ্ঠিত হচ্ছে দুই দিনব্যাপি এশিয়ার ভবিষ্যৎ সম্পর্কিত ২৫তম সম্মেলন। যেখানে যোগ দেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির বিন মোহাম্মদসহ এশিয়া অঞ্চলের নেতারা। তৃতীয় দিনে মূল আলোচক হিসেবে এই সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মূল আলোচকের বক্তব্যে তিনি বলেন, ক্রমবর্ধমান অর্থনীতিতে দেশের প্রতিটি নাগরিক যেন সুফল পায় তা নিশ্চিত করতে কাজ করছে সরকার।
এসময় তিনি আরো বলেন, মিয়ানমারের উস্কানি সত্ত্বেও সহিংস পরিস্থিতি এড়াতে এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতেই নানা সীমাবদ্ধতার পরেও বিপুল সংখ্যক রোহিঙ্গা জনগোষ্ঠীকে বাংলাদেশ আশ্রয় দেয়া হয়েছে।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
