প্রচ্ছদ / প্রচ্ছদ / বিপথগামী কিশোর ও কিছু ভাবনা” মুহিব্বুল্লাহ আল হুসাইনী “

বিপথগামী কিশোর ও কিছু ভাবনা” মুহিব্বুল্লাহ আল হুসাইনী “

সিএন নিউজ২৪.কম ।

সন্ধ্যাবেলা। মতিঝিল শাপলা চত্বর থেকে ফিরছি। প্রচণ্ড তাপদাহে গাড়ি হতে নেমে হাঁটা ধরলাম। বাহিরের মৃদু ঠাণ্ডা হাওয়া বেশ ভালোই লাগছে। এদিকে অসুস্থ মেসমেটের জন্য বেল কিনতে হবে। আশেপাশে কোথাও না পেয়ে রওয়ানা দিলাম কমলাপুর। ফুটপাথে এক ভ্যানওয়ালার কাছে বেলের সন্ধান পেলাম। তীব্র গরমে বেলের দামেও যেন আগুন জ্বলছে। শেষমেশ কিনে নিলাম। হাঁটা ধরলাম গন্তব্যের দিকে।

সামনের এক স্কুলের সামনে এসে হঠাৎ থমকে দাঁড়ালাম। অনাকাঙ্ক্ষিত এক দৃশ্য দেখে বেশ আশ্চর্য হলাম। ইশা ও তারাবীহ’র সময় প্রায় নিকটবর্তী। ৪-৫ জন কিশোর দলবেঁধে আড্ডা দিচ্ছে আর সিগারেট টেনে চলছে। উর্ধ্বে গেলে ক্লাস ফাইভ-সিক্সে পড়বে! চেহারার মাঝে এখনো কৈশোরের ছাপ। কোমলমতিদের সিগারেটের ধোঁয়া বেশ ভাবালো।

ওরা সিগারেট পান করছে। হয়তোবা না বুঝে নচেৎ প্ররোচিত হয়ে। তাই কী ওরা অপরাধী? আমিতো সিগারেট পান করিনা। তবুও কিন্তু সবচেয়ে বড় অপরাধী আমিই। আমারো সুযোগ ছিল এই স্বল্প বয়সী স্কুল ছাত্রদের সাথে সময় দিতে। সিগারেট নয়, হাতে রংতুলি দিতে। যে হাতে আঁকবে ফুলের ছবি, ফলের ছবি। দূর আকাশের তারার ছবি। বয়ে চলা নদীর ছবি। পালতোলা নায়ের ছবি। সুরম্য মিনারের ছবি। যে মুখে আগুনের ধোঁয়া নয়, বের হবে রবের মধুর ডাক। মা-জননীর মিষ্টি নাম। বাংলাদেশের গান। হামদ ও নাতের তান। কিন্তু নাহ!

“আজকে শিশু, কালকে মোরা বড় হবো ঠিক।
জ্ঞানের আলোয় আমরা আলো করবো চতুর্দিক ” এই প্রজন্ম আজ হারিয়ে যাচ্ছে। নৈতিক অবক্ষয়ের অভিশাপ হতে বাঁচতে আমাদের সচেতন হতে হবে। নিজকে বিকাশের পাশাপাশি তাদেরও সময় দেয়া দরকার। মসজিদে গেলে তাদের সাথে ধমকের সুরে কথা না বলি। তাড়িয়ে না দিই। প্রয়োজনে চকলেট উপহার দিই। ওদেরকে উৎসাহিত করি। গোলাপের টকটকে ফুল তুলে দিই ওদের হাতে। সেই সুবাস ছড়িয়ে পড়ুক এই জনপদে। কবুল করুন ওহে রব।

লেখক,
প্রধান সহ-সম্পাদক,
সিএন নিউজ টোয়েন্টিফোর ডট কম।

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …