মুহিব্বুল্লাহ আল হুসাইনীঃ
করোনাকালীন সময়ে অনেক গ্র্যাজুয়েটই যখন হতাশাচর্চায় দিন কাটাচ্ছেন, একজন গ্র্যাজুয়েট তখন নিজের সামর্থ্যের জায়গা থেকে একটি ব্যবসায়িক উদ্যোগ শুরু করেছেন। বিশ্বের অগ্রযাত্রার সাথে তাল মিলিয়ে বর্তমানে অনেক তরুণই উদ্যোক্তা হয়ে ওঠছে। এমনই এক তরুণ মো. এ,কে,এম পারভেজ। যিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্র বিজ্ঞানে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন। গ্রামের বাড়ি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মক্রবপুর ইউনিয়নের ভাতড়ায়।
নাঙ্গলকোট বাজারের গুরুত্বপূর্ণ স্থান রেললাইনের পশ্চিম পাশে গাউছিয়া কফি হাউসে গড়ে তুলেছেন নিজস্ব প্রতিষ্ঠান “নবাব শাহী বিরিয়ানী”। যেখানে পাওয়া যাচ্ছে চিকেন ভুনা খিচুড়ি, গরুর তেহারি, শাহী মোরগ পোলাও, স্পেশাল বোরহানী, স্পেশাল পুডিং, দই, মাঠা, হালিম’সহ মুখরোচক সব খাবার। করোনাকালীন সময়ে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় বেড়েছে তার কাজের পরিধিও।

এ কে এম পারভেজ স্বপ্ন দেখেন নিজের প্রতিষ্ঠানকে বড় করে বেকার যুবকদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করবেন। এ ছাড়াও সামাজিক দায়বদ্ধতা থেকে সামাজিক নানা কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। তিনি সিএন নিউজকে বলেন, শিক্ষার পাশাপাশি কেবল দক্ষতাই পারে বেকারত্ব দূর করতে। যে কোনো একটা সেক্টরে দক্ষ হতে না পারলে আপনি বাংলাদেশের সম্পদ নয়, বরং বোঝা। কর্মসংস্থানের জন্য নিজেদের তৈরি করতে হবে। আমরা যদি নিজেকে তৈরি না করি। তাহলে সে শূন্যতায় অন্য কেউ এসে জায়গা করে নেবে- এটাই স্বাভাবিক।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে

