নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের খন্ডকালীন সদস্য হিসেবে মনোনীত হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ হারুন উর রশিদ আসকারী। ২২ অক্টোবর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহিদুল্লাহ স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা যায়।
ড. রাশিদ আসকারী ০৫ অক্টোবর ২০১৯ হতে পরবর্তী দুই বছরের জন্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের খন্ডকালীন সদস্য হিসেবে এ দায়িত্ব পালন করবেন।
ড. রাশিদ আসকারী বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের খন্ডকালীন সদস্য হিসেবে মনোনীত হওয়াতে অধ্যাপক ড. কাজী শহিদুল্লাহ ইবি উপাচার্যকে অভিনন্দন জানিয়েছেন। একই সাথে ড. রাশিদ আসকারীর পরামর্শে মঞ্জুরি কমিশন তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৪ মন্তব্য
Pingback: click link
Pingback: จอสัมผัสอัจฉริยะ
Pingback: บริษัทรับทำเว็บไซต์
Pingback: Jav