নিজস্ব প্রতিনিধিঃ-
চোখের যত্নে হই সচেতন চোখের আলোয় নবজীবন এ স্লোগান’কে সামনে রেখে বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে কুমিল্লার নাঙ্গলকোট ব্র্যাক ভিশন সেন্টারে বৃহস্পতিবার সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত বিভিন্ন বয়সের চক্ষু রোগিদের বিনামূল্যে চিকিৎসা সেবার আয়োজন করে নাঙ্গলকোট ব্র্যাক ভিশন সেন্টার।
বিনামূল্যে চক্ষু পরিক্ষা ও চিকিৎসা সেবায় রোগী দেখেন চুক্ষ বিশেষজ্ঞ রোমানা আক্তার, সাজেদা আক্তার, শিরিন আক্তার, বিনামূল্যে চুক্ষ চিকিৎসা কর্মসূচি বাস্তবায়নে ছিলেন মোঃ মাসুদ আলম, জাহিদ হোসেন প্রমূখ।
বিঃদ্রঃ নাঙ্গলকোট ব্র্যাক ভিশন সেন্টারে শুক্রবার ব্যতীত প্রতিদিন সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চক্ষুরোগীদের সেবা প্রদান করা হয়।
নুরুল ইসলাম প্লাজা পুরাতন হাসপাতাল সংলগ্ন উপজেলা রোড নাঙ্গলকোট কুমিল্লা ০১৩১০৭১৪৬৪৬
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৩ মন্তব্য
Pingback: Пинко скачать на телефон
Pingback: bio ethanol burner steel
Pingback: โบลเวอร์ kruger