এস আই ইমরান ।
জাতীয় পরিবেশ ও কৃষি উন্নয়ন ভিত্তিক সংগঠন সবুজ বাংলাদেশ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে ৫জুন রোজ শনিবার সকাল ১১টায় লক্ষ্মীপুর আনুষ্ঠানিক ভাবে এই দিবসটি উদ্ভোধন করেন সবুজ বাংলাদেশ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাবু।
লক্ষ্মীপুর সহ বাংলাদেশের মোট ২৯টি জেলা ৪০টি ইউনিটের এই কর্মসূচি পালন করে সংগঠনটি।
সংগঠনটির এভাবের শ্লোগান সবুজ পৃথীবি সবুজ মন, নিরাপদ হোক বিশ্বায়ন। সংগঠনটি সারাদেশের বিভিন্ন জেলা, লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালী, কুমিল্লা, ভোলা, পটুয়াখালী, মাদারীপুর, চট্রগ্রাম, কক্সবাজার, বরগুনা, মেহেরপুর, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নওঁগা, নারায়নগঞ্জ, মানিকগঞ্জ, শেরপুর, পিরোজপুর, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, ঢাকা, গাজীপুর, ফেনী, নোয়াখালী,বিভিন্ন উপজেলা কলাপড়া, চকরিয়া, কমলনগর, রামগঞ্জ, রায়পুর, চন্দ্রগঞ্জ, সদর, রামগতি সহ বিভিন্ন ইউনিটে বৃক্ষরোপণ বিতরণ কর্মসূচি পালন করা হয় সামাজিক দুরত্ব বজায় রেখে।
সবুজ বাংলাদেশ কেন্দ্রীয় সম্পাদক ইসমাইল হোসেন বাবু বলেন,পরিবেশ রক্ষা এবং জলবায়ু পরিবর্তনে বৃক্ষরোপণে গুরুত্ব অপরিসীম। আমাদের উচিত সকলে বৃক্ষরোপণ করা। তাহলে বাংলাদেশ সবুজে সবুজে ভরে যাবে আমরা নিরাপদে বেঁচে থাকবো সকল দুর্যোগ সহ নানা বিপদ থেকে।
উদ্ভোধনী অনুষ্ঠানে সবুজ বাংলাদেশ শতাদিক গাছ বিতরণ করেন পথচারিদের মাঝে। সারা দেশে মোট দুই হাজার বৃক্ষরোপণ করেন সংগঠনির বিভিন্ন ইউনিট।
এই সময় আরোও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মিজানুর রহমান চৌধুরী, সদর উপজেলা সাবেক সভাপতি কাজী ওসমান মোর্শেদ, রায়পুর সাধারণ সম্পাদক শালমান শাহ্, সদস্য আবদুর রহমান, ইমরান তুষার, নজরুল ইসলাম জুয়েল সহ প্রমুখ।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে

৫ মন্তব্য
Pingback: home page
Pingback: 電子煙
Pingback: พนัน NBA บนเว็บ LSM99
Pingback: 悅刻煙彈
Pingback: เอเจนซี่ศัลยกรรมจีน