প্রচ্ছদ / প্রচ্ছদ / বি আই ইউ ডিবেটিং ক্লাবের সাবেক মডারেটর ওমর ফারুক’র পিএইচডি ডিগ্রি লাভ

বি আই ইউ ডিবেটিং ক্লাবের সাবেক মডারেটর ওমর ফারুক’র পিএইচডি ডিগ্রি লাভ

বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়  ডিবেটিং ক্লাবের সাবেক মডারেটর ওমর ফারুক পিএইচডি ডিগ্রি লাভ করেছেন

হুবহু ওনার ফেইসবুক স্ট্যাটাস তুলে ধরা হলো:

আলহামদুলিল্লাহ। আমি পিএইচডি ডিগ্রি লাভ করেছি। ভাষা ও কোর্স ওয়ার্ক এ 4 বছরের বেশি সময় লাগলেও পিএইচডি থিসিস শেষ করলাম মাত্র 1 বছর 7 মাসে।

যেন তেন করে না বরং দুইটি বিষয় নিয়ে কাজ করেছি 33 টি দেশ আর তাদের 15 টির বেশি ভেরিএবল এর 35 বছরের ডাটা নিয়ে।
এতে নোবেল পুরস্কার পাওয়া স্কলারদের মডেলকে আঘাত করা হয়েছে জোড়ালোভাবে।
বিষয়টি ছিল,
” কেবল জিডিপি বৃদ্ধি পরিবেশের দূষন কমাতে পারে কিনা?”

(1) আমার গবেষণা বলছে, ” না, কেবলমাত্র উন্নয়ন পরিবেশ দূষন কমাতে পারে না। আর একটা স্টেজে দূষন কমাতে পারলেও জিডিপির যত্রতত্র বৃদ্ধি পরিবেশের দূষন পুনরায় বাড়ায়। যেমন কাতার, সৌদি আরবের মত দেশে জিডিপির বৃদ্ধি পরিবেশ এর দূষন পুনরায় বাড়িয়েছে। সেই জায়গায় দেখা গেছে বরং জিডিপি বৃদ্ধির সাথে যদি ইফিসিয়েন্সি আর প্রোডাকটিভিটি র দিকে নজর দেওয়া হয় তবে ভালো ফল পাওয়া যায়।
এরকম আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ অনুমিতি প্রমান করার মাধ্যমে কিছু সুনির্দিষ্ট প্রস্তাবনা পেশ করা হয়েছে। ভবিষ্যতে সুযোগ হলে বিস্তারিত আলোচনা করা যাবে।

(2) অর্থনিতিতে সুযোগ ব্যয় হল, কিছু পেতে 2nd best option থেকে বিরত থাকা। আর ,
প্যারেটো অপটিমালিটি বলে হল সেই সিচুয়েশন কে যেখানে থেকে কিছু পেতে হলে অবশ্যই কিছু না কিছু ছাড়তে হয়। এই ডিগ্রি অর্জন আমার কাছে কেবল সুযোগ ব্যয় নয় বরং প্যরোটো অপটিমাম হিসেবেই হাজির হয়েছে। এই ডিগ্রি পেতে আমি যেমন আমার বাবার মৃত্যু শয্যায় বা তার আগে-পরে থাকতে পারি নি। ঠিক একই ভাবে পারি নি, আমার 5 মাসের বেশি বয়স্ক মেয়েকে ছুয়ে দেখতে।

আজ আমার নামের শুরুতে যোগ হয়েছে ডক্টর। আর আমার একমাত্র সত্তা, আমার পরিচয়, আমার অহংকার, (আমার ডক্টর হওয়ার খবরে যার বুক ফুলে আকাশসম হত) জন্মদাতা পিতার নামের আগে যুক্ত হয়েছে “মৃত (late)”।
আহ!জীবন , আহ!!
একজন মানুষের কাছ থেকে তুমি আর কি বিনিময় চাও?
না পেরেছি পিতা হতে না পারলাম পুত্র হতে। আহ!!!
এর চেয়ে হতেম যদি গ্রামের সাধারন দিন মজুর! দিন শেষে বাবা- মায়ের সেবা কিম্বা মেয়েদের কলকাকলি অন্তত পেতাম!! সুখে দুঃখের সমব্যথী অন্তত হতে পারতাম!

(3) স্বান্তনা পাই, ভরসা পাই, এই ভেবে, জীবন দু’দিনের। আর একদিন সবাই একসাথে মিলিত হব। আল্লাহ্ পাক কাউকে কিছু দিয়ে যেমন পরীক্ষা করেন, কেড়ে নিয়ে বা না দিয়ে ও পরীক্ষা করেন। যদি 24টা ঘন্টা অন্তত খারাপ থেকে বেচে থাকি, তবে সবাই একসাথে আল্লাহ্ পাকের ইচ্ছায় অনন্তকালের জন্য জান্নাতে একসাথে থাকবো।
সেদিন উত্তম পিতা আর যোগ্য পুত্র হিসেবে আমি আবির্ভূত হব। এই ধর্মীয় বিশ্বাস আমি মনে প্রানে ধারনা করি। করে যাবো, আজীবন। । আমার এইটুকু বিশ্বাস থাকলে কি কারো কোন সমস্যা আছে??

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …