প্রচ্ছদ / বিশ্ববিদ্যালয় ও ক্যাম্পাস / বুয়েট শিক্ষার্থী হত্যার বিচারের দাবীতে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ

বুয়েট শিক্ষার্থী হত্যার বিচারের দাবীতে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদকঃ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার বিচারের দাবীতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেছে সাধারণ শিক্ষার্থীরা।

সোমবার দুপুরে জিয়া হল মোড় থেকে মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সড়ক অবরোধ করে বিভিন্ন স্লোগান দিতে থাকে।

এসময় শিক্ষার্থী ‘আবরার হলো আমার ভাই, আবরার হত্যার বিচার চাই। শিক্ষা সন্ত্রাস একসাথে চলেনা,
আমার ভাই কবরে খুনি কেন বাহিরে, সন্ত্রাসীদের কালো হাত ,ভেঙে দাও গুড়িয়ে দাও ইত্যাদি স্লোগান দিতে থাকে।

প্রায় আধ ঘন্টার সড়ক অবরোধে উভয় পাশে গাড়ীর দীর্ঘ লাইন দেখা দেয়।

এসময় সহকারী প্রক্টর মোহাম্মাদ নাছির উদ্দীন ও ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিবেশ শান্ত করার চেষ্টা করেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, আর যদি কোন শিক্ষার্থী হত্যার শিকার হয় তবে বাংলাদেশে আগুন জ্বলে উঠবে। তাকে হত্যা করা হয়েছে স্বাধীনভাবে কথা বলার জন্য। আমরা নিজেদের বাক স্বাধীনতার জন্য, নিজেদের দেশ রক্ষার জন্য আন্দালন করছি। এসময় তারা প্রশাসনকে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়ে আন্দালন স্থগিত করে।

এছাড়াও চেক করুন

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে জবি ছাত্রলীগকর্মীর ঈদ উপহার বিতরণ

জবি প্রতিনিধি: রাজধানীর মিরপুরে দরিদ্র-অসহায়দের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের …