প্রচ্ছদ / প্রচ্ছদ / বৃষ্টি উপেক্ষা করেই জবিতে ৭ দফা দাবিতে অনশন : বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

বৃষ্টি উপেক্ষা করেই জবিতে ৭ দফা দাবিতে অনশন : বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

মোঃ মিনহাজুল ইসলাম, জবি প্রতিনিধি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৭ দফা দাবিতে আজ সকাল সাড়ে দশটা হতে বৃষ্টি উপেক্ষা করেই বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে অনশন কর্মসূচি পালন করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

৭ দফা দাবিতে চলতি মাসের ১ তারিখে মিছিল ও স্মারকলিপি প্রদান এবং ৪ তারিখে উপাচার্যের কার্যালয় অবরোধ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।এছাড়াও প্রায় নিয়মিতই কোনো না কোনো কর্মসূচির মাধ্যমে আন্দোলন চাঙ্গা রাখছেন তাঁরা।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, “প্রশাসনের মুখের কোনো আশ্বাস আমরা বিশ্বাস করবো না।আমাদের দাবিগুলো বাস্তবায়নের তারিখ সহ লিখিত ঘোষণা দিতে হবে।অন্যথায় আমাদের আন্দোলন চলমান থাকবে।”

তাদের সাথে কথা বলে আরও জানা যায়,দাবি মানতে প্রশাসন তালবাহানা করলে খুব দ্রুতই ক্লাস পরীক্ষা বর্জন করে বিশ্ববিদ্যালয় অচলের মতো বড় কর্মসূচি হাতে নেয়া হবে।

৭ দফা দাবির ভেতর রয়েছে : দুই মাসের মধ্যে একমাত্র ছাত্রী হলের কাজ শেষ করা,৪ মাসের ভেতর জকসু নির্বাচন দেয়া,নতুন ক্যাম্পাসের কাজ অতি দ্রুত শুরু করা, ক্যান্টিনের খাবারের দাম কমানো ও মান বাড়ানো,বাসের ডাবল শিফট চালু করা,শিক্ষক নিয়োগে ৭০% জবি হতে নেয়া, এবং গবেষণায় বরাদ্দ বাড়ানো।

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …

One comment

  1. Pingback: แทงหวย