সিএন নিউজ২৪.কম।
বৃষ্টি বিলাস
-তাবাস্সুম জান্নাত সুমাইয়া (আশা)
শ্রাবণ নিয়ে লিখতে বসে
দেখতে পেলাম কল্পানাতে
একলা আকাশ মেঘাচ্ছন্ন
বৃষ্টি রোদের আল্পনাতে
ঝিরঝিরে মুষলধারে
টাপুর টুপুর শব্দ করে
বৃষ্টি নামে বৃষ্টি পড়ে
দিগন্তের এই আবছায়াতে
মন বাড়িয়ে ছুঁই যে তাকে
হাত বাড়িয়ে ছুঁই
বৃষ্টি পড়ে টাপুর টুপুর
গাছে ফুটে জুইঁ
মন খারাপের বাহুল্যতায়
ভেজাই আমার মন
যাকে চাই এতো কাছে সে নাই এখন
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে

৪ মন্তব্য
Pingback: Bible Study
Pingback: read more
Pingback: купити сексуальну жіночу білизну
Pingback: เปลี่ยนชื่อมงคล