প্রচ্ছদ / জাতীয় / বেগম খালেদা জিয়ার জামিনের চাবিকাঠি প্রধানমন্ত্রীর হাতে, কোর্টের কাছে না!

বেগম খালেদা জিয়ার জামিনের চাবিকাঠি প্রধানমন্ত্রীর হাতে, কোর্টের কাছে না!

সিএন নিউজ২৪.কম ।

সাত মাস ধরে জিয়া অরফানেজ এবং প্রায় দুই মাস ধরে চ্যারিটেবল ট্রাস্ট মামলায় থমকে আছে বিএনপির চেয়ারপার্সন বেগম জিয়ার জামিন প্রক্রিয়া। তার আইনজীবীরা বলছেন, সরকারের হস্তক্ষেপের কারণে জামিন প্রক্রিয়া ধীর গতিতে এগুচ্ছে। আর দুদকের আইনজীবী বলছেন, আইনি প্রক্রিয়ায় না এসে জামিন নিয়ে রাজনীতি করছে দলটির আইনজীবীরা।

বেগম জিয়ার জামিনে মুক্তি নিয়ে সভা, সমাবেশ ও মানববন্ধনেই সোচ্চার বিএনপি। গত দুই বছরে রাজপথের আন্দোলনের মতো আইনি পদক্ষেপ নিতেও ব্যর্থ দলটি।

গতমার্চে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায়ের বিরুদ্ধে আপিল ও জামিন আবেদন করলেও সাত মাসেও শুনানির উদ্যোগ নেননি তারা। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মলার জামিন খারিজের বিরুদ্ধে আইনি পদক্ষেপ বিষয়ে দুই মাসেও কোনো পদক্ষেপ নেয়নি।

বেগম জিয়ার আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন জানান, সরকারের হস্তক্ষেপের কারণে আইনি প্রক্রিয়ায় ধীরে এগুচ্ছেন তারা।
তিনি বলেন, সরকার যদি সুপ্রিম কোর্টে ন্যয় বিচার করতে না দেয় তাহলে বেগম জিয়া মুক্তি পাবে না। জামিনের চাবিকাঠি প্রধানমন্ত্রীর হাতে, কোর্টের কাছে না।

দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বলছেন, আদালতে জামিন না চেয়ে বাইরে এটা নিয়ে বাইরে রাজনীতি করছে দলটি।
তিনি বলেন, বিএনপি আইনী প্রক্রিয়ায় না গিয়ে সংবাদ সম্মেলন, জনসভা করছে।
মুক্তি পেতে হলে বেগম জিয়াকে অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় জামিন নিতে হবে।

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …