জবি প্রতিনিধি।
ব্রেইন স্ট্রোকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী মৃত্যুবরণ করেছেন। ওই শিক্ষার্থী সাবিত হাসান মাসুম বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ৯ম ব্যাচের শিক্ষার্থী।
জানা যায়, শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে হঠাৎ ব্রেইন স্ট্রোকে ইন্তেকাল করেন তিনি। মাসুমের বাড়ি পিরোজপুর জেলার নেছারাবাদ থানার আওরিয়া গ্রামে। পরিবারের তিন ভাই ও বোনদের মধ্যে সর্বকনিষ্ঠ ছিলেন মাসুম।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সাবিত হাসান মাসুম বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ সেশন এর শিক্ষার্থী। বর্তমানে মাস্টার্স ১ম বর্ষ ১ম সেমিস্টারে অধ্যয়নরত ছিলেন। অত্যন্ত মেধাবী এই শিক্ষার্থীর হঠাৎ প্রেসার বেড়ে গিয়ে ব্রেইন স্ট্রোক করে মারা যাওয়ায় পরিবার এলাকায় ও সহপাঠীদের মধ্যে শোক নেমে এসেছে। বিভাগের শিক্ষক -শিক্ষার্থীরা তার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে।
শুক্রবার বাদে আসর জানাযা শেষে তার নিজ এলাকায় দাফন করা হবে বলে পারিবারিক সুত্রে নিশ্চিত করেছেন। ###
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে

১০ মন্তব্য
Pingback: see more
Pingback: ศัลยกรรมตาสองชั้น
Pingback: เน็ต บ้าน ais
Pingback: 1xslots
Pingback: พูลวิลล่านครนายก
Pingback: y8
Pingback: elephant sanctuary chiang mai
Pingback: jav
Pingback: crown blazing limited
Pingback: Tax Negotiation phuket