আল্ আমিন শাহেদঃ
কুমিল্লা সিটির নিউমার্কেট এর ৪র্থতলায় হল রুমে বিকাল ৩ টার সময় “ফোটাতে হাঁসি বাচাঁতে প্রাণ সেচ্ছায় করি রক্ত দান “প্রতিপাদ্যকে সামনে রেখে সামাজিক সংগঠন, ব্লাড ডোনেশান কুমিল্লা (বিডিসি) তাদের কাজকে আরো অগ্রগতি ও অনলাইন হতে অফলাইনে ফরমপূরন ও রেজিঃ করার জন্য আলোকপাত করা হয়।
উক্ত অনুষ্ঠানে তাহমিনা প্রিয়া উপস্থাপনায় মজুমদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন ছানা উল্লাহ প্রধান উপদেষ্ঠা, ব্লাড ডোনেশান কুমিল্লা (বিডিসি), এনামুল হক সবুজ সি ও ইউ, কুমিল্লা সিটি কর্পোরেশন, আল্ আমিন শাহেদ দৈনিক দেশকাল ও আকাশ টিভির প্রতিনিধি। মহিউদ্দিন আকাশ, সম্পাদক আকাশ টিভি প্রমুখ।
আরো বক্তব্য রাখেন এইচ এম দেলোয়ার, পরিচালক, ব্লাড ডোনেশান কুমিল্লা (বিডিসি), এনায়েত কবির, মারুফ সফিক, আলাউদ্দিন, রফিকুল হাসান, ইপু আহমেদ
হাবিবুর রহমান, তানভীর আহমেদ সহ আর অনেকে।
উপস্থিত ছিলেন ব্লাড ডোনেশান কুমিল্লা (বিডিসি) সদস্যববৃন্দ।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৫ মন্তব্য
Pingback: 1xbet madagascar
Pingback: ยูฟ่าเบท
Pingback: เว็บตรง บาคาร่า
Pingback: dolls reborns
Pingback: clothing manufacturer