প্রচ্ছদ / প্রচ্ছদ / ভবানীপুর গৃহহীন বুদ্ধিপ্রতিবন্ধী শহীদের পাশে শিক্ষার্থীরা

ভবানীপুর গৃহহীন বুদ্ধিপ্রতিবন্ধী শহীদের পাশে শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক :

গৃহহীন মানবেতর জীবন যাপন করা বুদ্ধিপ্রতিবন্ধী শহীদ মিয়ার দিকে মানবতার হাত প্রসারিত করেছে কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা।

জানা যায়, ফুলবাড়ীয়া উপজেলার ভবানীপুর ইউনিয়নের কান্দানিয়া গ্রামের ফরিদেরপাড়ের বুদ্ধি প্রতিবন্ধী শহীদ মিয়া দীর্ঘদিন ধরে গৃহহীন হয়ে মানবেতর জীবন যাপন করতেছিল।

ওই প্রতিবন্ধীর দুঃখ লাঘবে ব্র্যাকের উপজেলা সিনিয়র ব্যবস্থাপক মো হারুন অর রশিদ ,তোফায়েল আহমেদ সুজন,ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাবেক সদস্য ও বিশিষ্ট সমাজসেবক আজহারুল ইসলাম বিল্লাল সহ এলাকার নেতৃবর্গের পরামর্শ ক্রমে ও উদ্যোগী হয়ে টিন সেট ঘর নির্মাণ করে দেয়া হয়।

শুক্রবার (২১ আগস্ট) দোয়া ও মিলাদ এর মাধ্যমে এ ঘরের উদ্বোধন করা হয়।

জানা যায়, এ ঘর নির্মাণে আর্থিক সহযোগিতা করেছেন পুটিজানার সেবা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক , আমেরিকা প্রবাসী ইমরুল কায়েস, জামেল আহমেদ, নোয়াখালী বেগমগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক রাকিবুল হাসান,সার্জেন্ট শফিকুল ইসলাম শফিক সহ এলাকার প্রবাসীরা।

জানা যায়, স্থানীয় জনপ্রতিনিধির কাছে সহযোগিতা চাওয়ার পরও সরকারী কোন অনুদান না পেয়ে এলাকার কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী ও যুবকরা দিন-রাত অক্লান্ত পরিশ্রম করে এই মহতী কাজ করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …