নিজস্ব প্রতিবেদকঃ-
গতকাল ২ জুলাই দৈনিক দেশ বার্তার পক্ষ হতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র জনাব চৌধুরী হাসান মাহমুদ হাসনী কে সিটি কর্পোরেশন কার্যালয়ে শুভেচ্ছা জানান দৈনিক দেশ বার্তার প্রকাশ হাজী জসিম উদ্দিন, সম্পাদক লায়ন মোহাম্মদ আবু ছালেহ্, চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাব সভাপতি অধ্যক্ষ মুকতাদের আজাদ খান, ব্যুরো চীপ হোসেন মিন্টু, কোতয়ালী প্রতিনিধি আনিসুর রহমান ফরহাদ, প্রতিনিধি মফিজুর রহমান।
এ সময় তাঁকে আগামী ১৩ জুলাই প্রতিষ্ঠা বার্ষিকীর দাওয়াত কার্ড প্রদান করা হয়।
পত্রিকা প্রকাশ ও প্রতিষ্ঠা বার্ষিকী সফল করতে বিভিন্ন দিক নির্দেশনা ও পরামর্শ প্রদান করেন।
এবং প্রতিষ্ঠা বার্ষিকীতে আসার সদয় সম্মতি জ্ঞাপন করেন।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে

৬ মন্তব্য
Pingback: 1xslot casino
Pingback: ศัลยกรรมตาสองชั้น
Pingback: Le Bandit Slot
Pingback: วางระบบเน็ตเวิร์ค ระยอง
Pingback: หนังสั้นจีน
Pingback: VG98