মাইনুদ্দিন পাঠান, নোবিপ্রবি প্রতিনিধিঃ
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ( নোবিপ্রবি ) ২০১৯-২০ শিক্ষাবর্ষের ১ম স্নাতক সম্মান শ্রেনীর ভর্তি পরীক্ষায় এফ ইউনিটের আবেদন ডি ইউনিটে করে বিষন্নতা ভুগছে নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার আরিফ হোসাইন (২০) নামে এক ভর্তিচ্ছু।
ভর্তিচ্ছু আরিফ বলেন, আমি দোকানদারকে বলছি বিজনেস অনুষদে আবেদন করার জন্য তিনি ডি ইউনিটে আবেদন করে বলছে আবেদন হইছে কিন্তু আমরা দুজনের কেউই বুঝতে পারিনা এফ ইউনিট হচ্ছে বিজনেস অনুষদ।
এ ব্যাপারে ভর্তি কমিটির টেকনিক্যাল বিষয়ে দায়িত্বরত ইফতেখারুল ইসলাম বলেন, ভর্তি পরীক্ষার সকল ধরনের কাগজপত্রে স্বাক্ষর হয়েছে এখন আর পরিবর্তন করার সুযোগ নাই।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড নেওয়াজ মোঃ বাহাদুর বলেন, আমরা সকল ধরনের সিট প্লান ঠিক করেছি আগে জানানো হলে ব্যবস্থা করা যেত। এখন ইউনিট পরিবর্তন করা সম্ভব না।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৫ মন্তব্য
Pingback: Download the 9kboss APK from the website 9kbossapk.in
Pingback: รับทำตรายาง
Pingback: https://shopvochong24h.com/sex-bang-mieng-gel-goodhead.html
Pingback: จำนำรถ
Pingback: hemp rolling papers Canada