প্রচ্ছদ / জাতীয় / ভোটার‌দের নির্ভ‌য়ে কেন্দ্রে যেতে সহ‌যো‌গিতা কর‌বো: তা‌বিথ আউয়াল

ভোটার‌দের নির্ভ‌য়ে কেন্দ্রে যেতে সহ‌যো‌গিতা কর‌বো: তা‌বিথ আউয়াল

নিজস্ব প্র‌তি‌বেদক:-

বিএন‌পির নেতাকর্মীরা আগামী ৩০ তা‌রিখ নির্বাচ‌নে ভোটার দের নির্ভ‌য়ে ভোট কে‌ন্দ্রে গি‌য়ে ভোট প্রদা‌নে সহ‌যো‌গিতা কর‌বে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন ঢাকা উত্তর সি‌টি কর‌পোরশ‌নের বিএন‌পির মেয়র প্রার্থী তা‌বিথ আউয়াল।

আজ শ‌নিবার সকাল সোয়া ১০ টায় সম‌য়ে খিলগাও তালতলা এলাকায় গণসং‌যোগ কা‌লে তি‌নি এ আহবান জানান।
তা‌বিথ আউয়াল, গণতন্ত্র হরন করা হ‌য়ে‌ছে। এখন জনগণ ভোট দি‌তে পা‌রে না। এবার বিএন‌পির নেতাকর্মীরা ভোটার‌দের সাহস দি‌বে ভোট কে‌ন্দ্রে যে‌তে। এবং ভোটা‌রেরা যা‌তে সুশঙ্খল ভা‌বে ভোট দি‌তে পা‌রে সে সহ‌যোগিতা কর‌বে।

‌তি‌নি ব‌লেন,নির্বাচন ক‌মিশনারের উপর আস্থা নেই। তারা লে‌ভেল প্লে‌য়িং ফিল্ড তৈ‌রি কর‌তে ব্যর্থ হ‌য়ে‌ছে। তারপ‌রে আমরা দেখ‌তে চাই নির্বাচন ক‌মিশন কি ক‌রে। সুস্ঠু নির্বাচন হ‌লে ধা‌নের শী‌ষের বিজয় নি‌শ্চিত।

এসময় উপ‌স্থিত ছি‌লেন,বিএন‌পির যুগ্ম মহাস‌চিব খায়রুল ক‌বির খোকন, নির্বাহী ক‌মি‌টির সদস্য আবুল হো‌সেন, নিপুন রায় চৌধুরী, আকরামুল হাসা, ম‌হিলা দলের সাধারণ সম্পা‌দিকা সুলতানা আহ‌মেদ, কাউ‌ন্সিলর প্রার্থী লেলাল ক‌বির হেলু, যুবদ‌ল ঢাকা মহানগর উত্ত‌রের সভাপ‌তি এসএম জাহাঙ্গীর হো‌সেনসহ বিএন‌পি ও তার অঙ্গ সহ‌যো‌গি সংগঠ‌নের নেতাকর্মীরা।

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …