ঢাকা দুই সিটির মেয়র ও কাউন্সিলর প্রার্থী নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ শনিবার সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত। এদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের দুই হেভিয়েট মেয়র প্রার্থী ভোট দিয়েছেন। আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম নওয়াব হাবিবুল্লাহ স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন।
আর বিএনপি মনোনীত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল গুলশানের মানারাত ইন্টারন্যশনাল স্কুল কেন্দ্রে ভোট দিয়েছেন। উভয় প্রার্থীর সঙ্গেই তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে