মোঃ মিনহাজুল ইসলাম, জবি প্রতিনিধি।
ভোলায় পুলিশি হত্যাকান্ডের প্রতিবাদে এবং আল্লাহ ও রাসুল(সাঃ)-কে কটূক্তিকারী ইসকন সদস্য বিপ্লব চন্দ্র শুভ’র ফাঁসির দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা।আজ যোহরের নামাজের পর “জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইসলামিক সোসাইটি’র ব্যানারে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করে শতাধিক শিক্ষার্থী।এরপর মিছিলটি নিয়ে শিক্ষার্থীরা কলা ভবন, বিজ্ঞান অনুষদ, প্রশাসনিক ভবন ও প্রধান ফটক প্রদক্ষিণ শেষে ক্যাম্পাসের শান্ত চত্বরে এসে মিলিত হয়।এ সময় তারা সংক্ষিপ্ত সমাবেশ করে।
সমাবেশে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ৯ম ব্যাচের শিক্ষার্থী ইমরান হোসেন বাবু, ম্যানেজমেন্ট বিভাগের ১০ম ব্যাচের ছাত্র সারোয়ার হোসেন সহ অন্যান্যরা।
ইমরান হোসেন বাবু বলেন, “ভারত কর্তৃক পরিচালিত ইসকনের ইন্ধনে গতকাল ভোলায় ইসলামপ্রিয় তৌহিদি জনতার উপর গুলি চালিয়ে ৬ জনকে হত্যা করা হয়েছে।ইসকন একটি জঙ্গি সংগঠন।ফলে,দেশের নিরাপত্তার স্বার্থে অবিলম্বে ইসকনকে নিষিদ্ধ করতে হবে।আর,গতকালের হামলায় কারা জড়িত সেটা তদন্ত করে সুষ্ঠু বিচার করতে হবে।অন্যথায়, তৌহিদি জনতা রাজপথে দুর্বার প্রতিরোধ গড়ে তুলবে।”
এছাড়াও ১০ ব্যাচের ছাত্র সারোয়ার হোসেন বলেন, “আমরা আমাদের ঈমান রক্ষার্থে আজ রাস্তায় নেমেছি।রাসুলের অপমান হলে কোনো মুসলমান স্থির থাকতে পারেনা।আল্লাহ ও রাসুলের কটূক্তিকারী ইসকন সদস্য বিপ্লব চন্দ্র শুভকে ফাঁসি দিতে হবে।নতুবা আমরা আবারো নতুন কর্মসূচি নিয়ে রাজপথে নামবো।”
উল্লেখ্য যে, গতকাল ভোলায় বিপ্লব চন্দ্র শুভ নামে এক ব্যক্তি আল্লাহ ও রাসুল(সাঃ) কে নিয়ে কটূক্তি করে।এরপর স্থানীয় জনগণ বিচারের দাবিতে রাজপথে মিছিল করলে পুলিশ গুলি চালায়।এ সময় ৬ জন নিহত ও শতাধিক আহত হয়।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে

৭ মন্তব্য
Pingback: article
Pingback: 1xslots
Pingback: i like this
Pingback: checkslip
Pingback: gratowin casino mon compte
Pingback: riviera deluxe wall fireplace
Pingback: fear of god essentials