প্রচ্ছদ / প্রচ্ছদ / মনের প্রতিচ্ছবি – মারজাহান মায়েশা”

মনের প্রতিচ্ছবি – মারজাহান মায়েশা”

সিএন নিউজ২৪.কম ।

মনের প্রতিচ্ছবি – মারজাহান মায়েশা”

অচেনা পথিকের বেশে চলিলাম
সময়ের স্রোতে ভেসে আসা,
আপন পরআত্মা কেও বলিলাম।
ভালো নেই মনের কল্প কানন,
সময়ের কৃত্রিমতায় দেখছি বিনোদন।
কেহ চলে গেছে না ফেরার দেশে,
কেহ চলিল আবার নিরুদ্দেশে।
স্বীয় মনে কত কথার ঝঞ্জাট,,
এ ভূবনেও করবো না মিটমাট

মনের আহুত আনন্দ করবো না বিলিন,
ছায়াচিত্রে ও অস্তিত্ব হয়েছে মলিন।
অবলা মন আর হবে না প্রশান্ত,,
এ যাত্রায় পাড়ি দিব দূর দিগন্ত।
দেখে সবি ভাববে আওলিয়া,,
মনের ঘরে যদিও আমি দেওলিয়া।

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …

১০ মন্তব্য