মনের প্রতিচ্ছবি – মারজাহান মায়েশা”
মার্চ ২৫, ২০১৯
733 দেখেছেন

সিএন নিউজ২৪.কম ।
মনের প্রতিচ্ছবি – মারজাহান মায়েশা”
অচেনা পথিকের বেশে চলিলাম
সময়ের স্রোতে ভেসে আসা,
আপন পরআত্মা কেও বলিলাম।
ভালো নেই মনের কল্প কানন,
সময়ের কৃত্রিমতায় দেখছি বিনোদন।
কেহ চলে গেছে না ফেরার দেশে,
কেহ চলিল আবার নিরুদ্দেশে।
স্বীয় মনে কত কথার ঝঞ্জাট,,
এ ভূবনেও করবো না মিটমাট
।
মনের আহুত আনন্দ করবো না বিলিন,
ছায়াচিত্রে ও অস্তিত্ব হয়েছে মলিন।
অবলা মন আর হবে না প্রশান্ত,,
এ যাত্রায় পাড়ি দিব দূর দিগন্ত।
দেখে সবি ভাববে আওলিয়া,,
মনের ঘরে যদিও আমি দেওলিয়া।
১০ মন্তব্য
Pingback: click here to read
Pingback: Aviator
Pingback: lefkosa escort bayan
Pingback: Thai Food Diamond creek
Pingback: try this
Pingback: เว็บตรง สล็อต
Pingback: 123bet
Pingback: กิฟฟารีน
Pingback: นำเข้าพัดลม มอเตอร์
Pingback: mawinbet