প্রচ্ছদ / জাতীয় / মনোনয়ন ফরম সংগ্রহের পর আবেগাপ্লুত সাঈদ খোকন

মনোনয়ন ফরম সংগ্রহের পর আবেগাপ্লুত সাঈদ খোকন

সিএন নিউজ অনলাইন ডেস্ক:

ঢাকা দক্ষিণ সিটি করপোরশেন নির্বাচনে আওয়ামী লীগরে মনোনয়ন ফরম সংগ্রহ করতে এসে আবেগাপ্লুত হয়ে পড়েন ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন। এ সময় তিনি কান্নায় ভেঙে পড়েন।

পরে সাংবাদিকদের তিনি বলেন, রাজনৈতিক জীবনে কঠিন সময় পার করেছি। শেখ হাসিনা আমার অভিভাবক। তিনি যা ভালো মনে করবেন তাই করবো আমি। এ সময় আবেগপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন সাঈদ খোকন।

তিনি বলেন, ‘আল্লাহকে হাজির-নাজির করে বলি, এই শহরের মানুষদের জন্য আমি কখনো কর্তব্যে অবহেলা করিনি।’

আজ বৃহস্পতিবার দুপুরে ধানমন্ডির আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।

সাঈদ খোকন বলনে, ‘এই কঠিন সময়ে ঢাকাবাসী, দেশবাসী যদি আমার পাশে দাঁড়ায়, আমি আগামী পাঁচ বছর আপনাদের পাশে থাকব।’

বাকি কাজ শেষ করার জন্য দোয়া চেয়ে খোকন বলনে, ‘আপনাদের সুখে-দুঃখে যেভাবে ছিলাম সেভাবেই যাতে আপনাদের পাশে থাকতে পারি। অনেক কাজ করেছি, কিছুটা কাজ বাকি আছে সেই কাজগুলো যেন শেষ করে যেতে পারি দেশবাসীর কাছে আমি এই দোয়া চাই।’

এর আগে বুধবার থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের আগ্রহী প্রার্থীদের জন্য দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করা হয়।

আগামীকাল শুক্রবার পর্যন্ত আগ্রহী প্রার্থীরা ফরম সংগ্রহ করতে পারবেন। ফরম বিক্রির শেষ দিন, অর্থাৎ শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ফরম বিক্রি চলবে।

মনোনয়ন ফরম সংগ্রহের পর আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থী নির্বাচিত করা হবে।

উল্লেখ্য, আগামী ৩০ জানুয়ারি ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচন অনুষ্ঠিত হবে। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) এ ভোট গ্রহণ করা হবে।

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …

৩ মন্তব্য