এমডি শাহিন মজুমদার ।
সৌদি আরব বৃহত্তর কুমিল্লা আওয়ামী পরিবারের সভাপতি মিজানুর রহমান সুমন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মজিবুল হক মজিব এবং সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক খোকন এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ও সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন নূর মোহাম্মদ (চেয়ারম্যান যমুনা ব্যাংক ফাউন্ডেশন ‘সাবেক সংসদ সদস্য মুন্সিগঞ্জ, বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মোঃ জাকির হোসেন চেয়ারম্যান মনোহরগঞ্জ উপজেলা পরিষদ ও প্রধান উপদেষ্টা সৌদি আরব কুমিল্লায় পরিবার।

এই সময় আরও উপস্থিত ছিলেন মোজাম্মদ মুজিবুর রহমান কাউন্সিলর বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জেদ্দা সৌদি আরব, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন :নেয়ামুল বশির সভাপতি বৃহত্তর কুমিল্লা সমিতির জেদ্দা, মোঃ সোহাগ যুগ্ম সাধারণ সম্পাদক সৌদি আরব বৃহত্তর কুমিল্লা আওয়ামী পরিবার, হাবিবুল্লাহ সওদাগর সভাপতি বঙ্গবন্ধু পরিষদ মক্কা, মোজাম্মেল হক বঙ্গবন্ধু আওয়ামী ফাউন্ডেশন মক্কা , হারুন খান সভাপতি বঙ্গবন্ধু ফাউন্ডেশন মক্কা, হুমায়ুন কবির সহ-সভাপতি বৃহত্তর কুমিল্লা সমিতি জেদ্দা, নিজামুদ্দিন সাংগঠনিক সম্পাদক সৌদিআরব বৃহত্তর কুমিল্লায় আওয়ামী পরিবার, রিয়াদ হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক সৌদি আরব বৃহত্তর কুমিল্লা আওয়ামী পরিবার, শফিকুর রহমান সিনিয়র সহ-সভাপতি ফ্রেন্ডস অব বাংলাদেশ মক্কা মহানগর আওয়ামী লীগ,
তাজুল ইসলাম প্রচার সম্পাদক সৌদি আরব বৃহত্তর কুমিল্লা আওয়ামী পরিবার, আনিসুল আশেকীন মজুমদার সহ-সভাপতি সৌদি আরব বৃহত্তর কুমিল্লা আওয়ামী পরিবার, হাজী আবু তাহের সহ-সভাপতি সৌদি আরব বৃহত্তর কুমিল্লা আওয়ামী পরিবার, আব্দুল গফুর সহ-সভাপতি ফ্রেন্ডস অব বাংলাদেশ মক্কা মহানগর আওমীলীগ, হাজী ইদূ মিয়া যুগ্ম সাধারণ সম্পাদক সৌদিআরব বৃহত্তর কুমিল্লা আওয়ামী পরিবার, সাইফুল ইসলাম সাংগঠনিক সম্পাদক সাংগঠনিক সম্পাদক সৌদি আরব বৃহত্তর কুমিল্লা আওয়ামী পরিবার, মাো: কাউসার সমাজকল্যাণ সম্পাদক, সৌদি আরব বৃহত্তর কুমিল্লা আওয়ামী পরিবার, আব্দুস সাত্তার গাজী শিল্প-বাণিজ্য বিষয়ক সম্পাদক সৌদিআরব বৃহত্তর কুমিল্লা আওয়ামী পরিবার, মামুন কোষাধ্যক্ষ সৌদি আরব বৃহত্তর কুমিল্লা আওয়ামী পরিবার গোলাপ হোসেন সৌদি আরব বৃহত্তর কুমিল্লা আওয়ামী পরিবার, বিল্লাল হোসেন, মাইয়ুফ, ইসমাইল ভূঁইয়া আরো অন্যন্য নেতৃববৃন্দ উপস্থিত ছিলেন।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে

৫ মন্তব্য
Pingback: klemhor
Pingback: situs toto
Pingback: ออกแบบตกแต่งภายในบ้านหรู
Pingback: แทงหวย24
Pingback: ติดเน็ตบ้านทรู