নিজস্ব প্রতিনিধি:-
বৈশ্বিক মহামারী প্রাণঘাতী করোনা ভাইরাস পরিস্থিতিতে পবিত্র ঈদুল ফিতরে ঈদের নামাজে মসজিদে আগত মুসল্লিদের দায়েমছাতি নব জাগরণ সংঘের উদ্যোগে জীবাণুমুক্ত স্প্রে করছেন সংগঠনটির সদস্যরা। আজ সকালে নাঙ্গলকোট উপজেলার দায়েমছাতি কেন্দ্রীয় জামে মসজিদে মুসল্লিদের জীবাণুমুক্ত করে মসজিদে প্রবেশ করান। পরে পুরো বাজারে জীবাণুনাশক স্প্রে করেন এছাড়াও গতকাল রাতে দায়েমছাতি কেন্দ্রীয় মসজিদ পরিচ্ছন্ন করেন সংগঠনের সদস্যরা।
এসময় উপস্থিত ছিলেন দায়েমছাতি নব জাগরণ সংঘের সিনিয়র সহ-সভাপতি রবিউল হোসাইন রাজু, সাধারণ সম্পাদক সৌরভ ভূঁইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মেহেদী হাছান, অর্থ সম্পাদক আব্দুল জব্বার, ক্রিড়া সম্পাদক সালাউদ্দিন, সদস্য ইয়াছিন, মনির, সাইফুল রুবেল প্রমূখ।
করোনা পরিস্থিতি নিয়ে সংগঠনটির ভবিষ্যৎ পরিকল্পনা কি জানতে চাইলে দায়েমছাতি নব জাগরণ সংঘের সাধারণ সম্পাদক সৌরভ ভূঁইয়া সিএন নিউজ’কে জানান, করোনা পরিস্থিতিতে যে কোন সময়ে স্বেচ্ছায় শ্রম দিয়ে তারা তাদের পাশে থাকবে বলে আশ্বাস দেন, তিনি আরও জানান আমরা সংগঠনটিতে নতুন কমিটি নিয়ে এসেছি, আমরা আমাদের এলাকার মেধাবী শিক্ষার্থী অসহায় দরিদ্র মানুষের পাশে যে কোন সমস্যায় তাদের পাশে থাকবো এবং সহযোগিতা করবো।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে