বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার মহাস্থানে প্রেম নিবেদনে ব্যার্থ হয়ে গ্যাস ট্যাবলেট খেয়ে এক কিশোরের আত্মহত্যার ঘটনা ঘটেছে। নিহত কিশোর শিবগঞ্জ উপজেলার গড়- মহাস্থান উত্তরপাড়া গ্রামের মোস্তফা মিয়ার পুত্র মিনু মিয়া (১৬) বলে জানা গেছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, একই গ্রামের রতন মিয়ার ৪র্থ শ্রেনীর স্কুলপড়ুয়া ছাত্রী রতনা (১২) কে নিহত কিশোর মিনু প্রায়ই প্রেম নিবেদন উত্যক্ত করে আসত।
বিষয়টি ওই ছাত্রী তার অভিভাবকদের জানালে, তারা মিনুকে উত্যক্ত করতে নিষেধ ও সচেতন করে দেয়। এরপর মিনু মনের ক্ষোপে অভিমানে গত ১ এপ্রিল সোমবার সন্ধ্যায় মহাস্থান দুধপাথর নামক স্থানে গ্যাসট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়ে। এসময় স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) ভর্তি করে দেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে

২ মন্তব্য
Pingback: klemhor
Pingback: Descargar mostbet app