মোঃফজলুল করিম
“মা” শব্দটি প্রত্যেক অভিধানের এক অন্যতম নাম। এক প্রয়াসে তথা এক শ্বাসে উচ্চারিত ছোট্ট একটি শব্দ “মা”। যে শব্দে লুকিয়ে আছে হাজার সুখ-দুঃখ, কষ্ট, বেদনা, হাসি, কাঁন্না, সর্বশেষ ভালোবাসা। মা তাঁর প্রত্যেকটা সন্তানকে জীবন দিয়ে ভালোবাসে।
তাঁর জীবনের মায়া বিলিয়ে তাঁর সন্তানকে বাঁচানোর চেষ্টা করে। মা শব্দের ব্যক্তিটির মধ্যে সুখ বলতে কিছুই নেই। কারণ, পৃথিবীর প্রত্যেক লোকের বিশ্রম, ছুটি থাকলে ও মায়ের ছুটি নেই। সে তাঁর সন্তানের জন্য সারাদিন খেটে যায়। তাঁর বিনিময় কিছু চায় না।
শুধু চায় তাঁর আদরের সন্তান সুখে থাকুক! সুস্থ্য থাকুক! সুন্দর থাকুক! আমরা অনেকেই মায়ের যত্ন নেই না। মাকে ভালোবাসি না। মা সারাজীবন তাঁর সন্তানকে আদর স্নেহ করেই যায়, পরিশেষ পায় সন্তানের অবহেলা। শুনতে পায়, সন্তানের জোরগলায় কথা বলে ইত্যাদি ইত্যাদি।
অনেকেই বৃদ্ধা মাকে বৃদ্ধাশ্রমে প্রেরন করে। মায়ে সাধারণত কিছু খেদমত করার ভয়ে তাকে দূরে সরিয়ে রাখে। মাকে পাশে রাখে না। মনে করো সেই দিনের কথা, যেদিন তোমার মা রাত জেগে তোমার সেবা করতো। তুমি শীতের রাতে বিছানায় প্রসাব করে দিলে তোমার মা তা পরিষ্কার করতো। তুমি টয়লেট করে দিলে, পাশে থাকা লোকেরা ধুর-ধুর বলে উঠে চলে যেতো। কিন্তু! কিন্তু তোমার মা নিঃস্বার্থে তা পরিষ্কার করতো। আর আজ তুমি তোমার মাকে দূরে রাখছো। বৃদ্ধাশ্রমে রাখছ।
পরিশেষে বলতে চাই, আসুন মাকে ভালোবাসি। মায়ের ভালোবাসায় যেমন কোনো দিবস ছিলো না, তোমার ভালোবাসায় ও যাতে দিবস না থাকে। মাকে প্রতিদিন ভালোবাসো।
সবশেষের শ্লোগান,
নয়তো তা একদিন,
মাকে ভালোবাসো নিত্য দিন। ভালোবাসি মা। শুভ মা দিবস।
লেখক, কবি, সাংবাদিক মোঃফজলুল করিম।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
