শরীফ উদ্দীন ভূঁইয়া: (নিজস্ব প্রতিনিধি, সিএন নিউজ২৪.কম)
স্বপ্নবাজের সেঞ্চুরি উৎযাপন হয়ে গেল রাজধানীর উত্তরায়। উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন স্বপ্নবাজের চেয়ারম্যান মুরাদ হোসাইন, স্বপ্নবাজ সভাপতি খাদিমুল ইসলাম, ডাস এর নির্বাহী পরিচালক ডাঃ নওমি আফরিন, পাঞ্জাব বিশ্ববিদ্যালয় প্রতিনিধি খাইরুল ইসলাম স্বাধীন, চীন প্রতিনিধি মোঃ ফাহাদ, রংপুর মহানগর স্বপ্নবাজের সভাপতি মুজাহীদ রাব্বী’সহ আরো ২০ জেলার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন৷
অনুষ্ঠানের শুরুতে সেঞ্চুরি উৎযাপন এর উদ্বোধনী বক্তব্য রাখেন স্বপ্নবাজ চেয়ারম্যান মুরাদ হোসাইন। তিনি সকলকে মানবতার জন্য এগিয়ে আসার অনুরোধ জানান৷ ডাস এর নির্বাহী পরিচালক ডাঃ নওমি আফরিন বলেন, আমি চিকিৎসা সেবা নিয়ে কাজ করতে চাই ও সমাজের অবহেলিত মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই। পাঞ্জাব লাভলী প্রোফেশনাল বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি বলেন, স্বপ্নবাজের সাথে যুক্ত হতে পেরে আমার অনেক ভালো লাগছে এবং মানবতার জন্য স্বপ্নবাজের প্রতিষ্ঠাতা খাদিমুল ইসলাম সহ অন্যান্যরা মানবিক কাজের জন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। স্বপ্নবাজের কাজসমূহ প্রশংসার দাবী রাখে। আমি চেষ্টা করব পাঞ্জাব লাভলী প্রোফেশনাল বিশ্ববিদ্যালয় থেকে সেখানে মানবিক কাজ করতে।
ভারতের পাঞ্জাব লাভলী প্রোফেশনাল বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি খাইরুল ইসলাম স্বাধীন স্বপ্নবাজের তিনজনকে তিনটি উপাধিতে ভূষিত করেন। স্বপ্নবাজ প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ খাদিমুল ইসলাম দিনার পেলেন মানবতার রাজপুত্র (Prince of Humanity) উপাধি। স্বপ্নবাজ চেয়ারম্যান মোঃ মুরাদ হোসাইন পেলেন মানবতার শ্রেষ্ঠ সম্মান (Best Regards of Humanity)। ডাস নির্বাহী পরিচালক ডাঃ নওমি আফরিন পেলেন সেরা ডাক্তার (Best Doctor) উপাধি। উক্ত সম্মাননা ভারতের পাঞ্জাব লাভলী প্রোফেশনাল বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি খাইরুল ইসলাম স্বাধীন স্বপ্নবাজের কার্যক্রমে মুগ্ধ হয়ে সম্মাননা সূচক উপাধি দেন।
আর স্বপ্নবাজের পক্ষ থেকে মানবতার কাজে ও সামাজিক কাজে অবদান রাখার জন্য সেরা কাজের সম্মাননা পান ভারতের পাঞ্জাব লাভলী প্রোফেশনাল বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি খাইরুল ইসলাম স্বাধীন। এসময় জাঁকজমক আয়োজনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
