আব্দুর রাজ্জাক:-
দুবাইতে ঈদে পরিবারের জন্য কেনাকাটা না করে, দুবাইতেই বাংলাদেশের শতাধিক প্রবাসীর মাঝে খাদ্য ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। এই মহৎ উদ্যেগটি নিয়েছেন বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটি শারজাহ’র সভাপতি, কুমিল্লা নাঙ্গলকোটের হিয়াজোড়া গ্রামের বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব আবু তাহের মিয়াজীর বড় ছেলে শাহজাহান মিয়াজী ।
বিগত অনেক দিন যাবত নিজেই প্রবাসীদের বাসায় বাসায় গিয়ে এই খাদ্য ও ঈদ সামগ্রী বিতরণ করেন ৷
জানা গেছে, বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে, কর্মহীন হয়ে পড়া বাংলাদেশী প্রবাসীদের মাঝে খাদ্য ও ঈদ উপহার সামগ্রী দেওয়া হয় ৷ এ উপহার সামগ্রীর মধ্যে রয়েছে খাদ্য ও ঈদের প্রয়োজনীয় উপহার ।
বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটি শারজাহ এর সভাপতি শাহজাহান মিয়াজী সিএন নিউজ২৪.কম কে বলেন, করোনা মহামারীর কারণে বাংলাদেশী প্রবাসী অনেকের বাসায় খাবার নেই। তাই আমি পরিবারের জন্য ঈদের কেনাকাটা না করে শতাদিক প্রবাসীদের মাঝ খাদ্য ও ঈদ উপহার সামগ্রী দিয়েছি। এবং তিনি আরে জানান তাহার নিজ গ্রামেও হতদরিদ্র পরিবারের মাঝেও খাদ্য সামগ্রী বিতরণ করেন ।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
