প্রচ্ছদ / প্রচ্ছদ / মানবিক বিশ্ব গড়তে যাচ্ছে “স্বপ্নবাজ”

মানবিক বিশ্ব গড়তে যাচ্ছে “স্বপ্নবাজ”

শরিফ উদ্দিন ভুঁইয়া ।

 

স্বপ্নবাজের হিসেব নিকেশ, স্বপ্নবাজ ২০১৭ সাল বীজ বুনেন খাদিমুল ইসলাম দিনার (প্রতিষ্ঠাতা ও সভাপতি, স্বপ্নবাজ)। ২০১৭ সালে আনুষ্ঠানিক কোন সাংগঠনিক রূপ ছিল না। শুধু দু/একটা কাজ দিয়ে বঞ্চিত মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন এবং সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও তৈরীতে বিভিন্ন মানুষের কাছে ছুটে যান! থমকে যায় সামাজিক ভিডিও নির্মাণ! ২০১৮ থেকে বর্তমান সময় ২০১৯ পর্যন্ত ক্ষদ্র পরিসরে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে তরুণদের সমন্বিত করে কাজ করেন নিরলসভাবে।

খাদিমুল ইসলাম দিনার মনেপ্রাণে বিশ্বাস করেন মানবিক এই কাজগুলো একটি সুন্দর সমাজ গঠনে মূখ্য ভূমিকা রাখবে। এরই ধারাবাহিকতায় স্বপ্নবাজের বিভিন্ন সামাজিক কাজগুলো চালিয়ে যান, তার মধ্যে অন্যতম হলো; কুইজ উৎসব, শিক্ষামূলক সেমিনার আয়োজন, পথশিশুদের খাবার বিতরণ, শীত উপহার বিতরণ, ফ্রি মেডিকেল চেকআপ ও ফ্রি মেডিসিন, সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে জনমত তৈরী, ধর্ষণের প্রতিবাদ, বর্ন্যার্তদের সহযোগিতা, মেসওয়াক বিতরণ, অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ, ঈদ বস্ত্র ও ঈদ সামগ্রী বিতরণ, স্বাস্থ্য সচেতনতার জন্য মাস্ক বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচি, নিরাপদ সড়কের জন্য সচেতনতামূলক লিফলেট ও ফুল বিতরণ, বঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও উত্তরবঙ্গের সেরা ফুটবল খেলোয়াড়দের নিয়ে মাসব্যাপী স্বপ্নবাজ ফুটবল টুর্নামেন্ট ২০১৮ আয়োজন ও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের স্মরণে বঙ্গবন্ধু কে নিয়ে জমকালো ডিসপ্লে প্রদর্শন করানো হয় দিনাজপুরের আমবাড়ী হাইস্কুল মাঠে যা স্বপ্নবাজ পরিবারের অন্যতম সেরা আয়োজন গুলোর মধ্যে অন্যতম।

বাংলাদেশ পেরিয়ে কলকাতায় স্বপ্নবাজের এখন পর্যন্ত চারটি ইভেন্ট আয়োজন করা হয়। উক্ত ইভেন্ট পরিচালনা করেন স্বপ্নবাজ কলকাতা প্রতিনিধি জুলফিক্কার আলি, কলকাতা প্রতিনিধি নিরলসভাবে ভারতের বিভিন্ন জায়গায় স্বপ্নবাজের মানবিক কাজগুলো করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

বাংলাদেশ ও ভারত ছাড়াও স্বপ্নবাজের অন্যান্য দেশেও প্রতিনিধি আছেন তার মধ্যে উল্লেখযোগ্য হলো; সৌদিআরব, সিঙ্গাপুর, ওমান, ইতালি, কাতার, কানাডা, কুয়েত ও রাশিয়া। এসকল দেশের প্রতিনিধিরা চেষ্টা করছেন বিভিন্ন সময়ে কেউ বিপদে পড়লে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য।

বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আয়োজিত স্বপ্নবাজের বর্তমান ইভেন্ট সংখ্যা ৬৭ টি ও ভারতে ৪ টি। মোট ইভেন্ট সংখ্যা ৭১ টি। যা স্বপ্নবাজ পরিবারের সকলের জন্য বড় প্রাপ্তির।

স্বপ্নবাজ প্রতিষ্ঠাতা ও সভাপতি খাদিমুল ইসলাম দিনার এর ব্যক্তিগত অভিমত,”আমার কাছে মনে হয় ইভেন্ট সংখ্যা কতগুলো এটি মূখ্য নয়! আমাদের কাজে মানুষ উপকৃত হচ্ছে কিনা, এটিই মূখ্য। আমি মনে করি, প্রতিটি মানুষ স্বপ্নবাজ, সংগঠন স্বপ্নবাজে থাকলে কিন্তু স্বপ্নবাজ হওয়া যায় না! স্বপ্নবাজ হতে হলে প্রয়োজন পরিবর্তনের জন্য দৃঢ় প্রত্যয় হুদয়ে লালন করা ও তা কাজে পরিনত করার জন্য আপ্রাণ চেষ্টা করা। স্বপ্নাহত মানুষের পাশে দাঁড়িয়ে স্বপ্নকে রঙ্গিন করাটাই স্বপ্নবাজ। আমি যদি পরিবর্তন হই, হয়ত আমায় দেখে আরেকজন হবে। আর স্বপ্নবাজ ক্ষুদ্র সংগঠন হিসেবে চেষ্টা করে যাবে, শান্তির প্রত্যয়ে সম্প্রীতির বন্ধনের একটি মানবিক বিশ্ব গড়তে কাজ করার, ইন শা আল্লাহ। আমরা নিজের ভালোটা যেমন নিজে বুঝি, ঠিক তেমনি অপরের কল্যাণ টা যেদিন আমরা বুঝব, সেদিন হবে স্বপ্নবাজের বিশ্ব, সকলের তরে শান্তির আহবান জানাই”।

“ঐক্যের ডাকে, সম্প্রীতির বন্ধনে, তারুন্যে উদ্ভাসিত” স্বপ্নবাজ। এই স্লোগান নিয়ে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে সামাজিক সংগঠন স্বপ্নবাজ কাজ করছে |||

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …

৩ মন্তব্য

  1. Pingback: ktvvip

  2. Pingback: 123bet login

  3. Pingback: sa789