প্রচ্ছদ / জাতীয় / মানুষের সেবা করাই আমার প্রধান কাজ – ডা: রাজিব হোসেন

মানুষের সেবা করাই আমার প্রধান কাজ – ডা: রাজিব হোসেন

সাজেদুর আবেদীন শান্তঃ যখন বোনারপাড়ার আনাচে কানাচে অপচিকিৎসায় ভরপুর। যখন অসচেতন মানুষ গুলো কিছু না বুঝেই শিকার হচ্ছেন অপচিকিৎসার। অকারনে খাচ্ছেন প্রচুর পরিমান হায়ার এ্যান্টবায়োটিক ওষুধ। খোয়াচ্ছেন হাজার হাজার টাকা। হচ্ছেন আর্থিক ও শারীরিক পঙ্গু। ঠিক এমন সময়ে বোনারপাড়া বাসী একজন যোগ্য এমবিবিএস ডাক্তারকে পেয়েছেন চিকিৎসা সেবার দিকপাল হিসেবে। যার চিকিৎসা ও ব্যবহারে মুগ্ধ এলাকার সাধারণ মানুষ। তিনি আর কেউ নন। বোনারপাড়ারই শিমুলতাইর গ্রামের বাসিন্দা ডা: মো: রাজিব হোসেন। কৃষক ঘরের সন্তান ডা: রাজিব অত্যান্ত মেধাবী ও উচু মন মানসিকতার একজন ভাল মানুষ। এমবিবিএস পাশের পর নিজ এলাকা সাঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সেই পোস্টিং পেয়েছেন। যে কারনে উপকারটা পেয়েছেন বোনারপাড়া বাসী। এলাকায় দুইজন সম্মানিত প্রবীণ এমবিবিএস ডাক্তার থাকলেও ওনারা সে ভাবে আর বসেন না। যে কারনে ডা: রাজিবকে অধিক সময় দিতে হয় চেম্বারে। খোঁজ নিয়ে জানা গেছে, সঠিক চিকিৎসা পেয়ে এলাকার রোগিরা এখন খুশি। বোনারপাড়ার সুফিয়ান ও রফিকুল ইসলাম, ইকলিম, আমজাদ হোসেন সহ অসংখ্য রোগি জানান, ডাক্তার রাজিব থাকায় এখন বোনারপাড়ায় একটা ভরসার স্থল তৈরি হয়েছে। চিকিৎসা ছাড়াও সঠিক পরামর্শটাই পাওয়া যায় তার কাছে। এছাড়াও যেসকল রোগি তার চিকিৎসার আওতার বাহিরে, তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বড় ডাক্তারের নিকট যাবার জন্য রেফার্ড করেন তিনি। এ বিষয়টিও তাকে ভালবাসার অন্যন্য স্থানে পৌছে দিয়েছে। সিএননিউজ টুয়েন্টি ফোরের প্রতিনিধি সাজেদুর আবেদীন শান্ত কে ডা: রাজিব হোসেন বলেন, মানুষকে সেবা করাই আমার প্রধান কাজ। আপনাদের ভালবাসাই আমার চলার পাথেয়।

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …

৬ মন্তব্য