সিএন নিউজ২৪.কম, মোঃ রিজওয়ান মজুমদার (গিলবাট) ।
বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদারের পিতা, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক মাষ্টার মীর আবু তাহেরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আগামীকাল বৃহষ্পতিবার।
এ উপলক্ষ্যে আগামী শুক্রবার কুমিল্লার নাঙ্গলকোটস্থ মরহুমের নিজ গ্রাম দাউদপুর এবং উপজেলার বিভিন্ন মসজিদ ও এতিমখানায় দোয়ার আয়োজন করা হয়েছে।
একইদিন (শুক্রবার) বা’দ জুম’আ গ্রামের বাড়ীতে দোয়া ও মিলাদের আয়োজন করেছে মরহুমের পরিবার।
পরিবারের পক্ষ থেকে মরহুমের ছাত্র-ছাত্রী, গুণগ্রাহী, শুভাকাংখী, আত্মীয় স্বজনসহ সকলের কাছে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া চেয়েছে।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে

৯ মন্তব্য
Pingback: Raggiungi i tuoi obiettivi di gioco con l'app BIG Casinò.
Pingback: see this page
Pingback: พรมปูพื้นรถยนต์
Pingback: Sofwave
Pingback: อ่านมันฮวา
Pingback: eitt.kz
Pingback: казино онлайн Номад
Pingback: เน็ต บ้าน ais
Pingback: RubiScore Shop