প্রচ্ছদ / বিশ্ববিদ্যালয় ও ক্যাম্পাস / মাস্টার্স শেষ হওয়ার ১৫ দিনের মধ্যে ইবিতে হল ত্যাগের নির্দেশ

মাস্টার্স শেষ হওয়ার ১৫ দিনের মধ্যে ইবিতে হল ত্যাগের নির্দেশ

নিজস্ব প্রতিবেদকঃ

মাস্টার্স চূড়ান্ত পরীক্ষা শেষ হওয়ার পনের দিনের মধ্যে হল ত্যাগ করতে হবে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদেরকে।

রবিবার (১৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এম.এম আব্দুল লতিফ স্বাক্ষরিত বিজ্ঞপ্তি এ তথ্য জানা যায়।

জানা যায়, শনিবার (১২ অক্টোবর) উপাচার্য অধ্যাপক ড. হারুন উর-রশিদ আসকারীর সভাপতিত্বে হল প্রাধ্যক্ষগণের সাথে হলের সার্বিক বিষয় নিয়ে একটি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আবাসিক হল সমূহের সুষ্ঠু পরিচালনার স্বার্থে গৃহীত হয়েছে মোট আটটি নীতিমালা।

নীতিমালাগুলোর মধ্যে রয়েছে, হল সমূহে শুধুমাত্র আবাসিক শিক্ষার্থীদের অবস্থান নিশ্চিত করা হবে, আবাসিকতা প্রদান করা হবে শুধুমাত্র নির্দিষ্ট নীতিমালার আলোকে, প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে যেকোন সময় তল্লাশী করা হতে পারে ইসলামী বিশ্ববিদ্যালয়ের হল সমূহ, আগামী ১৯ অক্টোবরের মাঝে প্রনয়ণ করা হবে প্রতিটি হলের আবাসিক ছাত্রছাত্রীদের নামের তালিকা এবং তা প্রেরণ করা হবে প্রশাসন বরাবর, রাত বারোটার পর বন্ধ করে দেওয়া হবে ছাত্র হল সমূহের মেইন গেইট তবে পূর্বের নিয়ম বলবৎ থাকছে ছাত্রী হল সমূহের ক্ষেত্রে, প্রক্টরের নেতৃত্বে ছাত্র উপদেষ্টা ও হল প্রাধ্যক্ষগণের সমন্বয়ে গঠন করা হবে মনিটরিং সেল যার দ্বারা সার্বক্ষণিক তদারকি করা হবে হল সমূহ, হলের অভ্যন্তরে কোন শিক্ষার্থী অন্য কোন শিক্ষার্থী অথবা শিক্ষার্থীদের দ্বারা নিগৃহীত হচ্ছে কী না তার সার্বক্ষণিক তদারকি করা হবে মনিটরিং সেলের মাধ্যমে।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় ও হল সমূহের সুষ্ঠু পরিচালনার স্বার্থে উপযুক্ত সিদ্ধান্ত সমূহ বাস্তবায়নের জন্য হল প্রাধ্যক্ষদের অদৃষ্ট অনুরোধ জানিয়েছে ইবি প্রশাসন।

এছাড়াও চেক করুন

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে জবি ছাত্রলীগকর্মীর ঈদ উপহার বিতরণ

জবি প্রতিনিধি: রাজধানীর মিরপুরে দরিদ্র-অসহায়দের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের …