সিএন নিউজ ডেস্ক:-
বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাসের সার্বিক সহযোগিতায় আজকে শাহজাহানপুর থানা ছাত্রদল আওতাধীন ১১ ও ১২ নং ওয়ার্ড ছাত্রদলের প্রত্যেকটি নেতাকর্মীদের ঈদুল ফিতর উপলক্ষে নগদ ঈদ উপহার পৌঁছে দিলেন শাহজাহানপুর থানা ছাত্রদলের সভাপতি আলামিন ও সাধারণ সম্পাদক মোঃ সোহাগ ভূঁইয়া।
এ সময় শাহজাহানপুর থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ সোহাগ ভূঁইয়া বলেন পূর্বে মির্জা আব্বাস ভাই এবং আফরোজা আব্বাস ভাবি ঢাকা ৮ ও ৯ আসনের প্রত্যেকটি নেতা-কর্মী সহ অসহায় ও দুস্থ মানুষদের মাঝে প্রায় ২০ হাজার পরিবারকে খাদ্য সামগ্রী/ উপহার সামগ্রী পৌঁছে দেন, এবং ঈদুল ফিতর উপলক্ষে প্রায় ১০০০০ হাজার নেতাকর্মীকে ঈদ উপহার এবং ৫০০০ অসহায় ও দুস্থ মানুষদের মাঝে ঈদ উপহার বিতরণ করেন।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৫ মন্তব্য
Pingback: เว็บตรงฝากถอนง่าย
Pingback: essentials fear of god
Pingback: โรงแรมในเมืองเพชรบูรณ์
Pingback: silicone dolls for sale near me
Pingback: HL789