নিজস্ব প্রতিবেদক
ময়মনসিংহের মুক্তাগাছায় মন্ডার দোকান সংলগ্ন বাসা থেকে পূজা পাল নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। পূজা পাল আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিইসি বিভাগের ১ম সেমিস্টারের ছাত্রী ছিলেন।
বুধবার সন্ধ্যা ৬ টায় পুলিশ বাসা থেকে লাশ উদ্ধার করে।
স্থানীয়রা জানান,বিকাল সোয়া ৪ টায় মন্ডার দোকান সংলগ্ন ৪ তলা বাসার ২য় তলায় ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় পূজা পালের লাশ দেখতে পান।
পূজা পাল হলেন প্রসিদ্ধ মন্ডার দোকানের একাংশের মালিক রবীন্দ্র পালের কন্যা।
মুক্তাগাছা থানা পুলিশ ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস জানান,আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি।তদন্ত চলছে।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৪ মন্তব্য
Pingback: พรีออเดอร์จีน
Pingback: Giffarine
Pingback: ดูหนังออนไลน์ฟรี
Pingback: Villa for Rent in Phuket