নিজস্ব প্রতিবেদকঃ
মুক্তিযুদ্ধ মঞ্চ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা যাত্রা শুরু করেছে। আগামী দুই বছরের জন্য কেন্দ্রীয় কমিটি ৬ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দিয়েছে। এতে সভাপতি পদে রয়েছেন মুন্সি কামরুল হাসান অনিক ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মিনা রুল কবির তনু।
সোমবার (২৮ অক্টোবর) দুপুরে ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ এ পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ মঞ্চ যাত্রা শুরু করে। পরে উপাচার্য অধ্যাপক ড. রাশীদ আসকারীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন কমিটির সদস্যরা।
“মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নই আমাদের অঙ্গীকার” স্লোগানকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচি পালন করে যাচ্ছে মুক্তিযুদ্ধ মঞ্চ।
গত ২৩ অক্টোবর কেন্দ্রীয় কমিটির আহবায়ক অধ্যাপক ড. আ ক ম জামাল উদ্দীন এ কমিটির অনুমোদন দেন। কমিটির সহ-সভাপতি আল ফাহিম, যুগ্ম সাধারণ সম্পাদক সিহাব সাদিক, সাংগঠনিক সম্পাদক, মোঃ নাহিদ হাসান, এবং আরমান মোল্লা।
উল্লেখ্য, আগামী ১ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করে কেন্দ্রীয় দপ্তর সেলে জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৬ মন্তব্য
Pingback: homepage
Pingback: โคมไฟ
Pingback: 1xslots argentina
Pingback: Le bandit slot
Pingback: 悅刻煙彈
Pingback: sunslots paypal casino