জবি প্রতিনিধি।
মুজিববর্ষ উপলক্ষে আগামী ১৭ মার্চ থেকে দরিদ্র শিক্ষার্থীদের বিনামূল্যে দুপুরে খাওয়াবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক ড. আব্দুল বাকি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
বিভাগীয় চেয়ারম্যান বরাবর পাঠানো এই বিজ্ঞপ্তি থেকে জানা যায়, মুজিববর্ষ উপলক্ষে আগামী ১৭ মার্চ থেকে নিয়মিতভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত দরিদ্র শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় এক বেলা বিনামূল্যে খাওয়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রতি বিভাগ থেকে তিন জন শিক্ষার্থীকে এই সুবিধার আওয়াতভুক্ত করা হবে বলা বিজ্ঞপ্তিতে জানানো হয়। এই উপলক্ষে প্রত্যেক বিভাগ ও ইনস্টিটিউট থেকে আগামী ১২ মার্চের মধ্যে তিনজন শিক্ষার্থীর নাম পাঠানোর জন্য বিভাগীয় চেয়ারম্যান ও পরিচালকদের নির্দেশনা দেয়া হয়।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৩ মন্তব্য
Pingback: ตรายางออนไลน์
Pingback: ขอ ฆอ
Pingback: เครื่องเป่าแอลกอฮอล์