প্রচ্ছদ / জাতীয় / মু‌জিব বর্ষ ও অমর একু‌শে উপল‌ক্ষে বাঙলা স‌ম্মেলন

মু‌জিব বর্ষ ও অমর একু‌শে উপল‌ক্ষে বাঙলা স‌ম্মেলন

সিএন নিউজ২৪.কম।

মু‌জিব বর্ষ ও অমর একু‌শে উপল‌ক্ষে
বাঙলা স‌ম্মিলন
২০-২৩ ফেব্রুয়া‌রি ২০২০
ঢাকা-টু‌ঙ্গিপাড়া।

উ‌দ্বোধনী অনুষ্ঠান:
২০ ফেব্রুয়া‌রি, বৃহস্প‌তিবার, সকাল ১০টা
‌বিশ্ব সা‌হিত্য কেন্দ্র মিলনায়তন
প্রধান অ‌তি‌থি: জনাব ডা. মুরাদ হাসান, মাননীয় তথ্য প্র‌তিমন্ত্রী

সমাপনী অনুষ্ঠান:
২৩ ফেব্রুয়া‌রি, র‌বিবার, বিকাল ৪টা
‌বিশ্ব সা‌হিত্য কেন্দ্র মিলনায়তন
প্রধান অ‌তি‌থি: জনাব কে এম খা‌লিদ, মাননীয় সংস্কৃ‌তি প্র‌তিমন্ত্রী
‌প্রধান আ‌লোচক: জনাব Mohibul Hassan Chowdhoury ম‌হিবুল হাসান চৌধুরী নও‌ফেল, মাননীয় শিক্ষা উপমন্ত্রী

# ভাষাশ‌হিদ সালাম, বরকত, র‌ফিক, জব্বার, শ‌ফিউ‌রের প‌রিবারকে সম্মাননা প্রদান
# একু‌শের ভাষা‌সৈ‌নিক‌দের সম্মাননা প্রদান
# আসা‌মের শিলচর ভাষা আ‌ন্দোল‌নের ভাষা‌সৈ‌নিক‌দের সম্মাননা প্রদান

# বিশ্ব সা‌হিত্য কেন্দ্র মিলনায়ত‌নে তিন‌টি সে‌মিনার
সে‌মিনার-১: বাংলা: বৈ‌চি‌ত্র্যে ঐ‌ক্যের আধার
সেমিনার-২: ভাষা আ‌ন্দোলন থে‌কে স্বাধীনতা: বাঙা‌লির আত্মপ‌রিচয় প্র‌তিষ্ঠার সংগ্রা‌মে বঙ্গবন্ধুর নেতৃত্ব
সে‌মিনার-৩: সাম্প্রদা‌য়িকতার বিরু‌দ্ধে বাঙা‌লির রাজ‌নৈ‌তিক, সামা‌জিক ও সাংস্কৃ‌তিক সংগ্রাম

# ২০ ও ২৩ ফেব্রুয়া‌রি দুই‌দিনই দুই দে‌শের শিল্পী‌দের অংশগ্রহ‌ণে সাংস্কৃ‌তিক অনুষ্ঠান

# প‌শ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা ও নয়া‌দিল্লী থে‌কে আস‌ছেন ভার‌তের লোকসভা সদস্য, বি‌ভিন্ন রাজ‌নৈ‌তিক দ‌লের নেতৃবৃন্দ, বিশ্ব‌বিদ্যালয় শিক্ষক, সংস্কৃ‌তিজন, সাংবা‌দিক, যুব‌নেতা, ছাত্র‌নেতা

# আসা‌মের ভাষা আ‌ন্দোল‌নের জীবন্ত কিংবদন্তীরা প্রথমবা‌রের ম‌তো আস‌ছেন বাংলা‌দে‌শে। একম‌ঞ্চে দুই দে‌শের একই ভাষার দা‌বি‌তে সংগঠিত বাংলা ভাষা আ‌ন্দোল‌নের জীবন্ত কিংবদন্তীদের সা‌থে ভাষাশ‌হিদ‌দের প‌রিবারবর্গ মিল‌বেন প্রা‌ণের আ‌বে‌গে।

# বাঙা‌লি জা‌তির পিতা বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমানের জন্মশতব‌র্ষে বিশ্ব বাঙা‌লির এ ঐ‌তিহা‌সিক স‌ম্মিলন আ‌য়োজন ক‌রে‌ছে ইয়ুথ ফর ডে‌মো‌ক্রে‌সি এন্ড ডে‌ভেলপ‌মেন্ট।

# আপ‌নি আম‌ন্ত্রিত।
সম্পূর্ণ বিনামূ‌ল্যে নিবন্ধন। ২০ ও ২৩ ফেব্রুয়া‌রির সমস্ত কর্মসূ‌চি‌তে অংশগ্রহ‌ণের সু‌যোগ। সা‌থে দুই‌দিনই মধ্যাহ্ন‌ভোজ।

# অংশগ্রহ‌ণের জন্য সরাস‌রি ফোন করুন: ০১৮২৭৫৪৪১০৭ নম্ব‌রে।

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …