প্রচ্ছদ / চট্টগ্রাম বিভাগ / মৃত্যুর মিছিলে আরো এক চিকিৎসক!

মৃত্যুর মিছিলে আরো এক চিকিৎসক!

অনলাইন ডেস্ক –
মরণঘাতী করোনাভাইরাসের শিকার হয়ে মারা গেলেন আরো এক চিকিৎসক। তিনি হলেন, চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের সিনিয়র আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. নুরুল হক। এ নিয়ে দেশে কোভিড-১৯ আক্রান্ত হয়ে ৩৫ চিকিৎসক মারা গেলেন বলে জানা গেছে

হাসপাতালের নির্বাহী পরিচালক ডা. আব্দুর রব বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার ভোররাত ৪টার দিকে তাদের হাসপাতালেই আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নুরুল হক।

আব্দুর রব আরো জানান, ডা. নুরুল হক কোভিড-১৯ আক্রান্ত গত তিন দিন ধরে চিকিৎসাধীন ছিলেন। প্লাজমা থেরাপিও দেওয়া হয়েছিল তাকে। গতকাল মঙ্গলবার তার শারীরিক অবস্থার অবনতি হলে আইসিইউতে নেওয়া হয়। সেখানেই আজ ভোররাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বিগত ১৯ বছর যাবত ডা. নুরুল হক চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে কর্মরত ছিলেন বলেও জানান হাসপাতালটির নির্বাহী পরিচালক।

ডা. নুরুল হক চট্টগ্রাম মেডিকেল কলেজের ৩৮তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন বলে জানিয়েছেন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সসিবিলিটির (এফডিএসআর) যুগ্ম-সম্পাদক ডা. রাহাত আনোয়ার চৌধুরী।

তিনি জানান, এ নিয়ে দেশে এ পর্যন্ত ৩৫ চিকিৎসক কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেলেন। এ ছাড়া করোনার উপসর্গ নিয়েও কয়েকজনের মৃত্যু হয়েছে বলে এর আগে জানান তিনি।

এছাড়াও চেক করুন

নাঙ্গলকোটে প্রধান শিক্ষককে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি!

মোঃ সাইফুল ইসলাম,নাঙ্গলকোট। কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের মদনপুর মিয়া বাড়ির আজিয়ারা উচ্চ বিদ্যালয়ের প্রধান …

৫ মন্তব্য