প্রচ্ছদ / চট্টগ্রাম বিভাগ / মেজর সিনহা হত্যার ঘটনাস্হল পরিদর্শন করেন র‌্যাব মহাপরিচালক

মেজর সিনহা হত্যার ঘটনাস্হল পরিদর্শন করেন র‌্যাব মহাপরিচালক


কামাল সিকদার কক্সবাজার প্রতিনিধি-

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যার ঘটনাস্থল পরিদর্শন করেছেন র‌্যাবের মহাপরিচালক (ডিজি) আব্দুল্লাহ আল মামুন চৌধুরী (বিপিএম-পিপিএমও) সহ র‌্যাবের একটি উচ্চ পর্যায়ের দল। সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে হেলিকপ্টার যোগে তারা ঘটনাস্থল আসেন।

পরিদর্শনকালে র‌্যাবের মহাপরিচালক সহ উচ্চ পর্যায়ের দলটি ঘটনাস্থল ভালোভাবে ঘুরে দেখেন এবং নানা তথ্য সংগ্রহ করেন।নিহত সিনহার বোনের দায়ের করা মামলার তদন্তকারী কর্মকর্তা র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের সহকারী পরিচালক এএসপি খাইরুল হাসান তাদেরকে ঘটনা সম্পর্কে বিস্তারিত খোঁজ-খবর জানান।প্রায় আধা ঘন্টা পর্যন্ত অবস্থানের পর পরিদর্শন দলটি ঘটনাস্থল থেকে হেলিকপ্টার যোগে ফিরে আসেন।

এছাড়াও চেক করুন

নাঙ্গলকোটে প্রধান শিক্ষককে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি!

মোঃ সাইফুল ইসলাম,নাঙ্গলকোট। কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের মদনপুর মিয়া বাড়ির আজিয়ারা উচ্চ বিদ্যালয়ের প্রধান …