প্রচ্ছদ / প্রচ্ছদ / মে দিবসের ভাবনা – সাজেদুর আবেদিন শান্ত

মে দিবসের ভাবনা – সাজেদুর আবেদিন শান্ত

সিএন নিউজ২৪.কম ।

মে দিবসের ভাবনা
সাজেদুর আবেদিন শান্ত

শ্রমিকেরা সারা দিন খাটে
ঝরায় তাদের ঘাম
তবুও পায় না তারা
সঠিক শ্রমের দাম

বড় বড় স্থাপনা
শ্রমিকের হাতে গড়া
তবু আজ তারা মজুরি
না পেয়ে হয়েছে আধা মরা

কাজ করে তারা মজুরির জন্য
পায় না সঠিক বেতন
নায্য বেতন চাইতে গেলে
মালিক দেয় যে যাতন

কর্মজীবী মানুষ ওরা
এই দেশেরই লোক
সবসময় পাশে তাদের
থাকবো অপলক

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …