সিএন নিউজ২৪.কম ।
মে দিবসের ভাবনা
সাজেদুর আবেদিন শান্ত
শ্রমিকেরা সারা দিন খাটে
ঝরায় তাদের ঘাম
তবুও পায় না তারা
সঠিক শ্রমের দাম
বড় বড় স্থাপনা
শ্রমিকের হাতে গড়া
তবু আজ তারা মজুরি
না পেয়ে হয়েছে আধা মরা
কাজ করে তারা মজুরির জন্য
পায় না সঠিক বেতন
নায্য বেতন চাইতে গেলে
মালিক দেয় যে যাতন
কর্মজীবী মানুষ ওরা
এই দেশেরই লোক
সবসময় পাশে তাদের
থাকবো অপলক
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে

৩ মন্তব্য
Pingback: local DTF women near me
Pingback: แอพเช็คสลิปโอนเงิน
Pingback: kibris escort katalog