প্রচ্ছদ / প্রচ্ছদ / ময়মনসিংহের গৌরীপুরে অজ্ঞাত শিশুর লাশ উদ্ধার

ময়মনসিংহের গৌরীপুরে অজ্ঞাত শিশুর লাশ উদ্ধার

 

মিজানুর রহমান সুজন, ময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় বৃহস্পতিবার সকালে এক অজ্ঞাত শিশুর লাশ উদ্ধার করেছে গৌরীপুর থানা পুলিশ।
জানা যায়, বৃহস্পতিবার সকাল ৮ টায় গৌরীপুর রেল স্টেশনের কাছে এক অজ্ঞাত শিশুর মৃত্যদেহ পরে থাকতে দেখা যায়। খবর পেয়ে গৌরীপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।
এই বিষয়ে গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ‘‘বৃহস্পতিবার সকাল ৮টায় গৌরীপুর থানাধীন রেল স্টেশনের পাশ থেকে পরিত্যক্ত ও মৃত্য অবস্থায় একটি অজ্ঞাত মেয়ে শিশুর লাশ উদ্ধার করেছি। এখনো শিশুটির পরিবারের সন্ধান পাওয়া যায়নি। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করছি।”
এই সময় ঘটনাস্থল পরিদর্শন করেন গৌরীপুর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার, গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং গৌরীপুর থানা তদন্ত কর্মকর্তা।

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …

৪ মন্তব্য