প্রচ্ছদ / সারাদেশ / ময়মনসিংহের ফুলপুরে অপহৃত স্কুল শিক্ষার্থী উদ্ধার

ময়মনসিংহের ফুলপুরে অপহৃত স্কুল শিক্ষার্থী উদ্ধার

মিজানুর রহমান সুজন (সিএন নিউজ ময়মনসিংহ প্রতিনিধি)

ময়মনসিংহের ফুলপুর থানা পুলিশের বিশেষ অভিজানে অপহৃত স্কুল শিক্ষার্থী উদ্ধার। উপজেলার ভাইটকান্দি ইউনিয়নের এনামুল হকের ছেলে অাকিব (৭) উদয়ন কেজি স্কুলের ১ম শ্রেণীর একজন শিক্ষার্থী।
প্রতিদিনের ন্যায় আকিব গত বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে স্কুলের উদ্দেশ্যে রওনা হয় এবং ক্লাসে উপস্থিত হয়। কিন্তু সকাল ১১ টায় বিদ্যালয় ছুটির পর থেকে পাওয়া যাচ্ছিলো না আকিবকে। স্থানীয়ভাবে খুঁজাখুঁজি করে ব্যর্থ হয়ে আকিবের পরিবার ফুলপুর থানা পুলিশের শরণাপন্ন হন।
ইতিমধ্যে অপহরণকারী মোবাইল কলের মাধ্যমে আকিবকে মুক্তির শর্তে ৩ লক্ষ টাকা মুক্তিপণ দাবী করে এবং নালিতাবাড়ী থেকে অপহৃত আকিবকে অানতে বলে।
পরে ফুলপুর থানার অফিসার ইনচার্জ ইমারত হোসেন গাজি’র সার্বিক নির্দেশনায় সেকেন্ড অফিসার মেহদি হাসান সুমন এর নেতৃত্বে বিশেষ অভিজান শুরু করেন।
পুলিশি তৎপরতা বুঝতে পেরে অপহরণকারী আকিবকে ভাইটকান্দি রাস্তায় ফেলে রেখে যায়।

এছাড়াও চেক করুন

শতকরা ৭২ শতাংশ তরুণ-তরুণী দ্বাদশ নির্বাচনে ভোট দিতে চায়

সিএন নিউজ অনলাইন ডেস্কঃ দেশে আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে …