মিজানুর রহমান সুজন, ময়মনসিংহ প্রতিনিধি:-
ময়মনসিংহের ফুলপুর উপজেলায় বাংলাদেশে রেড ক্রিসেন্ট সোসাইটির ‘নো মাস্ক, নো শপিং’ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার রেড ক্রিসেন্ট সোসাইটি ইউনিটের সাধারণ সম্পাদক তাসফিক হক নাফিও এর নির্দেশনায় ফুলপুর উপজেলায় বাজার ও শপিংমল সমূহে ক্রেতাদের সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ইউনিট সভাপতি মাহমুদুল হাসান রাব্বি এর নেতৃত্বে “নো মাস্ক, নো শপিং ” ক্যাম্পেইন পরিচালনা করে রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবকরা। এসময় তারা মাস্ক ছাড়া ক্রেতাদের ডুকতে বাধা প্রদান সহ নানাবিধ স্বাস্থ্যবিধি মেনে চলতে নির্দেশনা প্রদান করে।
কোভিড-১৯ প্রতিরোধে স্বেচ্ছাসেবকের এ প্রয়াস পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সাইফুল ইসলাম, অফিসার ইনচার্জ জনাব ইমারত হোসেন গাজী, অাওয়ামী লীগ এর যুগ্ম অাহবায়ক হাবিবুর রহমান হাবিব,রেড ক্রিসেন্ট সোসাইটির ফুলপুর শাখার সাধারন সম্পাদক তাসফিক হক নাফিও সহ উপজেলার গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও রাজনৈতিক ব্যাক্তি বর্গ। এসময় তারা ক্রেতা বিক্রেতাদের স্বাস্থবিধি মেনে চলতে বিভিন্ন নির্দেশনা প্রদান করেন।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে

৫ মন্তব্য
Pingback: โคมไฟ
Pingback: скачать Пинко приложение
Pingback: lucky789bet แหล่งรวมความโชคดี
Pingback: เต็งหวย VS LSM99
Pingback: ปั้มไลค์