প্রচ্ছদ / প্রচ্ছদ / ময়মনসিংহের ফুলপুরে ব্যক্তি উদ্যোগে মাস্ক বিতরণ

ময়মনসিংহের ফুলপুরে ব্যক্তি উদ্যোগে মাস্ক বিতরণ

মিজানুর রহমান সুজন, ময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহের ফুলপুর উপজেলার ব্যবসায়ি আলমগীর টেইলার্স এর প্রোপাইটর আলমগীর কবির, ব্যক্তি উদ্যোগে নিজ এলাকার মানুষদের মাঝে মাস্ক এবং হতদরিদ্র প্রতিবন্ধীদের মাঝে নগদ অর্থ বিতরণ করেছেন। উপজেলার সাহাপুর, নারিকেলতলা এবং মামুদপুর এলাকার প্রায় ৩ শত মানুষের হাতে তাঁর এই সাহায্য তুলে দেন। জানাযায়, শনিবার বিকালে মানুষের বাড়ি বাড়ি গিয়ে তিনি এগুলো বিতরণ করেন এবং নোভেল করোনা প্রতিরোধে করণীয় সম্পর্কে অবহিত করেন। এ সম্পর্কে জানতে চাইলে তিনি সিএন নিউজকে জানান, “বিশ্বের এই ক্রান্তিলগ্নে সরকারের পাশাপাশি আমাদের সকলের উচিত অসহায়দের পাশে এসে দাঁড়ানো। আমাদের সকলের সচেতনতা এবং সহযোগিতায় পারে করোনাভাইরাসের মতো অনুজীবের হাত থেকে রক্ষা করতে।”

এ সময় উপস্থিত ছিলেন মেহেদী হাসান সজল, এস.এম. আনোয়ার সাদাত (টিটু) এবং মাহফুজুর রহমান প্রমুখ।
উল্লেখ্য ডিসেম্বরের শেষদিকে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর বর্তমানে তা বিশ্ব মহামারিতে রূপ নিয়েছে। তবে বিশ্বের অন্যান্য দেশের তোলনায় অধিক জনবহুল হওয়ায় বাংলাদেশ রয়েছে সবচেয়ে ঝুঁকিতে। আক্রান্তদের অনেকেই নিবিড় পরিচর্যায় সেরে উঠলেও ছড়িয়ে পড়া এই ভাইরাসটির কোন প্রতিষেধক না থাকায় কোনমতেই আটকানো যাচ্ছে না মৃত্যুর মিছিল। এমতাবস্থায় সচেতনতাই প্রতিরোধের একমাত্র উপায়। তাই বাংলাদেশ সরকারের পাশাপাশি বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠন এমনকি অনেকে ব্যক্তি উদ্যোগে মানুষকে সচেতন কারার পাশাপাশি লকডাউনে কর্মহারাদের পাশে এসে দাঁড়াচ্ছেন।

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …

৫ মন্তব্য