প্রচ্ছদ / প্রচ্ছদ / ময়মনসিংহে কন্ঠ নকলকারী স্বপন মন্ডলকে গ্রেফতার করেছে ডিবি।

ময়মনসিংহে কন্ঠ নকলকারী স্বপন মন্ডলকে গ্রেফতার করেছে ডিবি।

মিজানুর রহমান সুজন, ময়মনসিংহ প্রতিনিধি :-

 

ময়মনসিংহে ডিবি’র অভিযানে রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সরকারি কর্মকর্তাদের কন্ঠ নকলকারী স্বপন মন্ডল (৩৫) গ্রেফতার হয়েছে। বাংলাদেশে করোনা প্রাদুর্ভাবের পর থেকে এর সংক্রমণ মোকাবেলায় জেলায় জেলায় চলছে লকডাউন। ফলে কর্মহীন হয়ে পড়েছেন শ্রমজীবীরা। এদের মধ্যে অসহায় জীবনযাপন করছে দিন এনে দিন খাওয়া পরিবার গুলো। বাংলাদেশ সরকার, বিভিন্ন সংগঠনসহ অনেকে ব্যক্তি উদ্যোগে হতদরিদ্র এই মানুষ গুলোর প্রতি বাড়িয়ে দিয়েছে সহযোগিতার হাত। ময়মনসিংহে, চলমান করোনাভাইরাস পরিস্থিতিতে সচিব, পুলিশ অফিসার, ডিসি, ইউএনও, জেলার, ওয়াসা কর্তৃপক্ষ, রাজনৈতিক ব্যক্তিবর্গের পরিচয় দিয়ে কন্ঠ নকল করে প্রতারণা করছিলো স্বপন মন্ডল নামের এক প্রতারক। জানা যায়, প্রতারক স্বপন মন্ডল মোবাইল কলের মাধ্যমে নিজেকে কখনো সরকারি কর্মকর্তা অথবা স্থানীয় রাজনৈতিক নেতা হিসেবে পরিচয় দিয়ে কন্ঠ নকল করে হাতিয়ে নিয়েছে বিপুল পরিমান টাকা। বেশ কিছুদিন ধরে সে ত্রান সংশ্লিষ্ট বিষয়ে বিভিন্ন অফিস কর্মকর্তা ও ব্যবসায়ী নেতাকর্মীদের প্রতারিত করে আসছিলো। গ্রেফতার হওয়া স্বপন মন্ডলের নামে ইতিমধ্যে প্রতারণার অভিযোগে ময়মনসিংহ কোতোয়ালী এবং ভালুকা মডেল থানায় পৃথক দুইটি মামলা হয়েছে।

প্রতারক স্বপন মন্ডল (৩৫) ভালুকা উপজেলার উড়াহাটি গ্রামের মৃত-সালাউদ্দিন মন্ডলের ছেলে। ডিবি’র ওসি শাহ্ কামাল আকন্দ, পিপিএম-(বার) জানান, জেলা পুলিশ সুপার মোহা: আহমার উজ্জামান, পিপিএম-সেবা নির্দেশে প্রতারক স্বপন মন্ডলকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় প্রতারক স্বপন মণ্ডলের নিকট হতে ব্যবহৃত দুইটি মোবাইল সেট ও চারটি সিম উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া মোবাইলে (বিকাশ) একাউন্টে ৬০,০০০/- টাকা পাওয়া যায়। যা ভালুকা পৌরসভা কাউন্সিলর বিল্লাল ফকিরের নিকট থেকে প্রতারণা করে নিয়েছিল। তার মোবাইল পর্যালোচনা করে দেখা যায়, উক্ত মোবাইলে কয়েক দিনে ১৪ টি সিম ব্যবহার করা হয়েছে।

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …