মিজানুর রহমান সুজন, ময়মনসিংহ প্রতিনিধি :
ময়মনসিংহ জেলা পুলিশ কর্তৃক আয়োজিত বাল্যবিবাহ, ইভটিজিং, সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী ও নিরাপদ সড়ক আন্দোলন বিতর্ক প্রতিযোগিতা- ২০১৯ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ পুলিশ লাইনস মাঠে বিতর্ক প্রতিযোগিতার- ২০১৯ এর শুভ উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ও জেলা পুলিশ সুপার শাহ আবিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, ময়মনসিংহ -১০ আসনের নির্বাচিত সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল, ময়মনসিংহ -৯ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আবেদিন খান তুহিন, ময়মনসিংহ -১১ আসনের সংসদ সদস্য কাজীম উদ্দিন আহম্মেদ ধনু, সংরক্ষিত আসনের সংসদ সদস্য মনিরা সুলতানা মনি, শিক্ষাবিদ প্রফেসর ড. মুহাম্মদ জাফর ইকবাল, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু, জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট জহিরুল ইসলাম খোকা, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. লুৎফুল হাসান, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ.এইচ.এম. মোস্তাফিজুর রহমান, যাদুশিল্পী ও বীর মুক্তিযোদ্ধা জুয়েল আইচ, ময়মনসিংহ রেঞ্জ ডিইজি নিবাস চন্দ্র মাঝি, ময়মনসিংহ জেলা প্রশাসক মিজানুর রহমানসহ প্রশাসনিক কর্মকর্তা ও জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, অনলাইনে সাধারন মানুষ পুলিশিং সুবিধা পাবে। তিনি আরো বলেন, সারা দেশে জঙ্গী, সন্ত্রাস, মাদক নির্মূল হয়েছে। তবে এখনও কিছু বাকি রয়েছে। এগুলো চিরতরে নির্মূলে কাজ করছে পুলিশ। এ সময় মন্ত্রী কোতোয়ালী মডেল থানা ও ভালুকা মডেল থানায় অনলাইনে জিডি কার্যক্রমের পরীক্ষামূলক উদ্বোধন ও জেলা পুলিশের মোবাইল এ্যাপস উদ্বোধন করেন।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৯ মন্তব্য
Pingback: เว็บตรงฝากถอนง่าย
Pingback: วางระบบเน็ตเวิร์ค ระยอง
Pingback: av ซับไทย
Pingback: ตรวจเลือดหามะเร็ง
Pingback: พรมปูพื้นรถยนต์
Pingback: แชมพูลดผมร่วง
Pingback: Ulthera ราคา
Pingback: เว็บพนันออนไลน์เกาหลี
Pingback: ติดเน็ตบ้านทรู