যশোর প্রতিনিধিঃ
যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের বালিয়া ভেকুটিয়া শ্মশান পাড়ায় দুই সহোদর কে কুপিয়ে হতাহত করেছে স্থানীয় মাদক সম্রাট সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শহীদুজ্জামান শহীদের গ্যাং
হতাহতরা হলেন বালিয়া ভেকুটিয়া শ্মশান পাড়ার সালেকের ছেলে বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সাধারন সম্পাদক সাব্বির আহমেদ রাসেল (২৪) ও আল আমিন (২৬)। গতকাল বুধবার রাত সাড়ে ৯ টার দিকে নিজ বাড়ির সামনে থেকে তাঁদের কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা। পরে স্থানীয় তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। তাঁদের মধ্যে রাসেল হাসপাতালে আনার পথে মারা যান এবং আল আমিন চিকিৎসাধীন রয়েছে তার অবস্থাও সঙ্কটাপন্ন বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।
নিহতের পিতা ছালেক বলেন, কুখ্যাত মাদক সম্রাট সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শহীদুজ্জামান শহীদের নির্দেশে সন্ত্রাসী পিচ্চি বাবু, শামিরুল, সোহাগ, আমির, সেলিম, জনি সহ ২০/৩০ জনের একটি সংঘবদ্ধ সন্ত্রাসী দল তাঁদের দু ভাই কে কুপিয়ে জখম করে৷
মাদক ব্যবসায় বাঁধা দেয়ায় পূর্ব শত্রুতার জের ধরে মাদক সম্রাট শহীদের নির্দেশে এ হত্যাকান্ড ঘটানো হয়েছে বলে দাবি করেন ছালেক। এর আগে ২০১৯ সালের ১২ই জুন রাসেলকে হত্যার উদ্দেশ্যে তাঁর বাড়ীতে বোমা হামলা চালিয়েছিলো শহীদের পোষ্য সন্ত্রাসী মাদক ব্যবসায়ী পিচ্চি বাবু।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এম আব্দুর রশিদ জানান, অতিরিক্ত রক্ত ক্ষরণের কারণে হাসপাতালে আনার পথেই রাসেলের মৃত্যু হয়। তার ভাইকে ওয়ার্ডে পাঠানো হয়েছে। তবে তার অবস্থা খুবই আশঙ্কাজনক।
স্থানীয় আরবপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহারুল ইসলাম জানান, শামিনুর ও পিচ্চি বাবু এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী। তাদের নির্যাতনে এলাকার মানুষ অতিষ্ট হওয়ায় পুলিশকে একাধিকবার লিখিত অভিযোগ দেয়া হয়েছে। কিন্তু তারা প্রভাবশালী রাজনৈতিক শেল্টারের কারণে আটক হয় না। আজ তাদের হাতে নিরীহ একটা যুবক খুন হলো। যা অত্যন্ত দুঃখজনক।
এ ব্যাপারে যশোর কোতোয়ালী থানার ওসি (তদন্ত) শেখ তাসমীম আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যার ঘটনা ঘটেছে। পুলিশ জড়িতদের ধরতে অভিযান শুরু করেছে।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৪ মন্তব্য
Pingback: ล้างแอร์
Pingback: ตรวจ Nipt
Pingback: ไก่ตัน
Pingback: เว็บตรง สล็อต