প্রচ্ছদ / কুমিল্লা ও নাঙ্গলকোট / যৌতুক না পেয়ে গৃহবধূকে নির্যাতন

যৌতুক না পেয়ে গৃহবধূকে নির্যাতন

নিজস্ব প্রতিবেদক :

কুমিল্লা জেলার নাঙ্গলকোটের রায়কোট ইউনিয়ন সামেরখীল গ্রামে সামা আক্তার নামে এক গৃহবধূর উপর যৌতুকের জন্য নির্যাতন চালিয়েছ তার স্বামী ও শুশুর বাড়ির লোকজন। এতে সে গুরুতর আহত হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। গত রবিবারে (৫ জুলাই) এ ঘটনা ঘ। বর্তমানে সে তার মামার বাড়ি কুমিল্লায় আছেন।
জানা যায় ২৬ জুন পারিবাবিক ভাবে নাঙ্গলকোট থানার মৌকরা ইউনিয়ের তিলিপ গ্রামের মুত আবুল কারা মের ছেলে মাসুদের সাথে, ইউচুপ মিয়ার মেয়ে আসমার সাথে বিয়ে হয়।
বিয়ের পর থেকেই মোটা অংকের যৌতুক দাবি করে তার স্বামী ও তার শশুর বাড়ির লোকজন। এই নিয়ে মাসুদ তার স্ত্রী আসমার উপর শারীরিক নির্যাতন চালান।

এবং এই নিয়ে থানায় একটি মামলাো দায়ের করা হয়।
এবং মেয়ের পরিবার এটা সুষ্ঠু বিচার চান।

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …

৬ মন্তব্য